এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: একটা সময় তিনি ছিলেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক। ‘ম্যাডাম ফুলি’র মতো ব্যবসাসফল সিনেমার মাধ্যমে পরিচিতি পেলেও, ক্যারিয়ারের এক পর্যায়ে তাঁর নাম জড়িয়ে যায় ‘অশ্লীল সিনেমা’র বিতর্কে। অবশেষে বহু বছর পর এই বিষয়ে মুখ খুললেন চিত্রনায়ক আলেকজান্ডার বো।
তিনি দাবি করেছেন, তিনি নিজে কখনো কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করেননি, বরং পোস্ট-প্রোডাকশনের সময় তাঁর অজান্তেই এসব দৃশ্য যোগ করা হতো।
‘আমি অশ্লীল স্ক্রিপ্ট চুজ করিনি’
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। আলেকজান্ডার বো বলেন, “মানুষ কিভাবে অশ্লীল ছবি বলে এটা আমি জানি না। আমি যখন একটা গল্প চুজ করি, তখন গল্পে এটা অশ্লীল থাকে না। পর্দায় তখন দেখি যখন পত্রিকায় আসে। তখন তো আমার কিছু করার থাকে না।”
তিনি আরও বলেন, “আমি ছবির প্রধান। এখন এই প্রধান ছবির নিচে একজন একটা অশ্লীল ছবি দিয়েছে যাকে আমি নিজেই চিনি না।”
বিরতি নেওয়ার কারণ কী ছিল?
এই ধরনের ঘটনার প্রতিবাদ হিসেবেই তিনি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন বলে জানান আলেকজান্ডার। তিনি বলেন, “সিদ্ধান্ত কি! আমি ছবি করা অফ করি। এ কারণেই তো আমার গ্যাপ নেওয়া। আমি সিদ্ধান্তটা কার বিরুদ্ধে নেব? একজন প্রযোজক, একজন পরিচালক! তার বিরুদ্ধেই তো নেব?”
পর্দার বাইরে আলেকজান্ডার বো'র অন্যান্য পরিচয়:
অনেকেই হয়তো জানেন না, পর্দার নায়ক হওয়ার পাশাপাশি আলেকজান্ডার বো একজন আন্তর্জাতিক মানের কারাতে চ্যাম্পিয়ন। তিনি ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ছয়বার জাতীয় কারাতে প্রতিযোগিতায় গোল্ড মেডেল জেতেন। ১৯৯৭ সালে দিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে তিনি চ্যাম্পিয়ন হন এবং ১৯৯৮ সালে রাশিয়ায় ইউরোপিয়ান কারাতে প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন।
সব মিলিয়ে, আলেকজান্ডার বো-এর এই স্বীকারোক্তি ঢাকাই সিনেমার সেই বিতর্কিত অধ্যায়ের পেছনের গল্প এবং একজন শিল্পীর অসহায়ত্বের কথাই যেন তুলে ধরে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0