শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং কখনো রাজনীতি করেননি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং কখনো রাজনীতি করেননি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাবি সিনেট ভবনে ছাত্রদল নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওই সময়ে একটি মিটিং চলাকালীন ছাত্রদল নেতারা সিনেট ভবনে প্রবেশ করেন। তারা ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জড়ো করার অভিযোগ তুলে উপাচার্যের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর শুরু করেন।

ছাত্রদল নেতারা ক্যাম্পাসে জড়ো হওয়া ব্যক্তিদের জামায়াত-শিবিরের নেতাকর্মী দাবি করে উপাচার্যকে উপরে-নিচে প্রশ্ন করতে থাকেন। যদিও উপাচার্য ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন, নেতাকর্মীরা তা মেনে নেননি।

এই উত্তপ্ত পরিস্থিতিতে উপাচার্য স্পষ্টভাবে বলেন, “আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি।”

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0