বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস। পরে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিনেটে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে আসেন জান্নাতুল ফেরদৌস। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে পথেই তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত ভোট চলে। পরে শিক্ষার্থীদের দাবির মুখে রাত ১০টা ১৫ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়।
নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী জানান, ভোট গণনা শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার মধ্যে শেষ হতে পারে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য দেন তিনি।
উল্লেখ্য, জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0