বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোববার (১৪ সেপ্টেম্বর) বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং অফিস বন্ধ থাকবে। তবে ভর্তি পরীক্ষা আগের মতোই চলবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে আবার সব অফিস ও ক্লাস শুরু হবে। তবে সব চূড়ান্ত পরীক্ষা এখনই হবে না, আপাতত স্থগিত থাকবে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এবং ফল গণনা চার দিন ধরে চলছে। শনিবার পর্যন্ত ভোট গণনা চলে এবং নির্বাচন কমিশন আশা করছে আজ সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা যাবে।
অন্যদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা রোববার আগের মতোই অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত দপ্তরগুলোও খোলা থাকবে আর ভর্তি কাজে যুক্ত শিক্ষক-কর্মকর্তারা অফিসে থাকবেন।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0