এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘সুড়ঙ্গ’, ‘দাগী’-এর মতো সিনেমায় অভিনয় করে যিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন, সেই জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা নিজেকে এখনও একজন শিক্ষানবিশ হিসেবেই দেখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর অভিনয় এবং গান নিয়ে এমন কিছু অকপট এবং বিনয়ী মন্তব্য করেছেন, যা তাঁর ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।
নিজের অভিনয় জীবন নিয়ে তমা মির্জা বলেন, “আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরো ভালো করা উচিত। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।”
গান শুনতে খুব ভালোবাসলেও, নিজের গানের গলা নিয়ে তিনি একেবারেই সন্তুষ্ট নন। তমা হাসতে হাসতে বলেন, “আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।”
তিনি আরও যোগ করেন, “আমার মনে হয় এটা একদমই গড গিফটেড।আমাকে আল্লাহ ওই জিনিসটা দেয় নাই। আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছে, ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার।”
একজন সফল অভিনেত্রী হয়েও, তমা মির্জার এই বিনয় এবং নিজের কাজ নিয়ে আত্মসমালোচনার মানসিকতা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন, তাঁর এই মাটির কাছাকাছি থাকার স্বভাবই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0