এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বয়স তাঁর কাছে সত্যিই একটি সংখ্যা মাত্র। ৫০ বছর পেরিয়েও বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত হৃত্বিক রোশন আবারও প্রমাণ করলেন, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দিয়ে কীভাবে সময়ের চাকাকে থামিয়ে দেওয়া যায়। সম্প্রতি তাঁর জিমে শরীরচর্চার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে সুইমিংপুলে খালি গায়ে তাঁর পাথরের মতো খোদাই করা দেহ দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।
জানা গেছে, হৃতিকের এই অবিশ্বাস্যশারীরিক রূপান্তর তাঁর আসন্ন সিনেমা ‘ওয়ার ২’-এর জন্যই। ভিডিওটি শেয়ার করেছে পারপাস স্টুডিও, যেখানে হৃত্বিক বছরের পর বছর ধরে শরীরচর্চা করেন।
স্টুডিওর পক্ষ থেকে ভিডিওটির সঙ্গে একটি দীর্ঘ এবং আবেগঘন ক্যাপশন দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে: “‘ওয়ার ২’-এর প্রশিক্ষণের সময় আমরা হৃত্বিক স্যারের সঙ্গে এই শান্ত, অকৃত্রিম মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছি। কোনো লাইট নেই, কোনো রিটেক নেই—শুধু তিনি এবং তাঁর শৃঙ্খলা। বছরের পর বছর ধরে, যখনই আমরা তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, আমরা কিছু না কিছু শিখেছি। শুধু শিল্প নিয়েই নয়—বরং প্রতিদিন নিষ্ঠা, বিনয় এবং একটি উদ্দেশ্য নিয়ে কাজ করার বিষয়েও। এই যাত্রা আমাদের কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে। এবং দিয়েছে এক উদ্দেশ্য—যা নোঙরের মতো আগলে রাখে। আমরা এর চেয়ে ভিন্ন কিছু চাইও না।”
নিজের জিমের পক্ষ থেকে এমন আবেগঘন বার্তা পেয়ে, হৃত্বিক রোশনও সেই ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন: “তোমরাই সেরা। আমার সঙ্গে এই যাত্রায় থাকার জন্য ধন্যবাদ।”
হৃত্বিক রোশন বরাবরই তাঁর ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। তিনি মনে করেন, “শরীর তার কাছে মন্দিরের মতো।” কড়া শরীরচর্চা, জিমে ঘাম ঝরানো, নিয়ন্ত্রিত ডায়েট এবং একটি রুটিনমাফিক জীবনযাপন— এই সবকিছুর দৌলতেই তিনি পঞ্চাশোর্ধ্ব বয়সেও এমন ঈর্ষণীয় চেহারার অধিকারী।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0