মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

দুইদিনে কত আয় করলো কুলি আর ওয়ার ২?

মুক্তির পর প্রথম দুই দিনেই দুই সিনেমার আয়-সংখ্যা শক্ত অবস্থান জানাচ্ছে। ‘ওয়ার ২’ এর ক্ষেত্রে সমালোচকদের ধারাবাহিক নেগেটিভ আলোচনা ও দর্শক প্রতিক্রিয়ার প্রশ্ন তুলেও আয় বাড়তে দেখা গেছে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ভারতের স্বাধীনতা দিবসের (১৪ আগস্ট) মুক্তি পেয়েই নেতিবাচক বা মিশ্র সমালোচনার পরও বক্স অফিসে চমকে দেখাচ্ছে লোকেশ কানাগারাজ পরিচালিত রজনীকান্তের ‘কুলি’ ও অয়ন মুখার্জি পরিচালিত হৃত্বিক রোশন–জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’ সিনেমা। 

মুক্তির পর প্রথম দুই দিনেই দুই সিনেমার আয়-সংখ্যা শক্ত অবস্থান জানাচ্ছে। ‘ওয়ার ২’ এর ক্ষেত্রে সমালোচকদের ধারাবাহিক নেগেটিভ আলোচনা ও দর্শক প্রতিক্রিয়ার প্রশ্ন তুলেও আয় বাড়তে দেখা গেছে।

‘কুলি’র গল্প, গতি ও চিত্রনাট্য নিয়ে মিলেমিশে সমালোচনা থাকলেও তারকাখ্যাতি আর বড় পরিসরের উপস্থাপনায় প্রথম দিনেই বিশ্বব্যাপী প্রায় ১৫০ কোটি রুপি আয় করছে ; দ্বিতীয় দিনের শেষে ভারতে দুই দিনের নেট দাঁড়িয়েছে প্রায় ১১৮ কোটি, আর বিশ্বব্যাপী মোট গিয়ে ঠেকেছে আনুমানিক ২৪৫ কোটির ঘরে। রজনীকান্তের সঙ্গে এই সিনেমাতে আছেন নাগার্জুনা, শ্রুতি হাসান, উপেন্দ্র, সোবিন শাহির, সত্যরাজ ও বিশেষ উপস্থিতিতে আমির খান। 

অন্যদিকে ‘ওয়ার ২’–এ আছেন হৃত্বিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডবানি; পরিচালনায় অয়ন মুখার্জি। সমালোচনায় কড়া ভাষা ও ‘মিড’ প্রতিক্রিয়া সত্ত্বেও দ্বিতীয় দিন ভারতের নেট সংগ্রহ বেড়ে মোট দুই দিনে ১০০ কোটির ঘর ছাড়িয়েছে; প্রথম দুই দিনের সর্বভারতীয় নেট আনুমানিক ১০৮ কোটির কাছাকাছি। বিশ্বব্যাপী হিসাবেও দুই দিনে ১৫০ কোটির মাইলফলক পেরোনোর কথা জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0