এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: হলিউডের স্বর্ণযুগের অন্যতম সেরা অভিনেতা, অস্কারজয়ী নির্মাতা এবং স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ রবার্ট রেডফোর্ড আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ৮৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের উটাহ প্রদেশের সানডান্সে তাঁর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মুখপাত্র সিন্ডি বার্গার এক বিবৃতিতে এই খবরটি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, “তিনি প্রয়াত হয়েছেন উটাহর সানডান্সের পার্বত্য এলাকায় নিজের প্রিয় বাড়িতে— প্রিয়জনদের ঘিরে, প্রিয় পরিবেশে।” তবে তাঁর মৃত্যুর কারণ জানানো হয়নি।
১৯৬০-এর দশকে চলচ্চিত্রে অভিষেকের পর, রবার্ট রেডফোর্ড খুব দ্রুতই তাঁর সুদর্শন চেহারা এবং অনবদ্য অভিনয় দিয়ে তারকাখ্যাতি অর্জন করেন। সত্তরের দশকে ‘দ্য ওয়ে উই ওয়্যার’, ‘অল দ্য প্রেসিডেন্টস ম্যান’-এর মতো কালজয়ী সিনেমায় অভিনয় করে তিনি সময়ের অন্যতম সেরা অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।
অভিনয়ের পাশাপাশি, পরিচালক হিসেবেও তাঁর সাফল্য ছিল ঈর্ষণীয়। ১৯৮০ সালে, তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘অর্ডিনারি পিপল’-এর জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার জিতে নেন। একই বছর ছবিটি সেরা চলচ্চিত্রের পুরস্কারও লাভ করে।
তবে রবার্ট রেডফোর্ডের সবচেয়ে বড় অবদানগুলোর একটি হলো সানডান্স ইনস্টিটিউট এবং সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল-এর প্রতিষ্ঠা। এই উৎসবটি আজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসবগুলোর একটি হিসেবে পরিচিত, যা হাজারো তরুণ নির্মাতাদের স্বপ্ন পূরণের মঞ্চ হয়ে উঠেছে।
হালকা সোনালি চুল আর ছেলেমানুষি হাসির এই অভিনেতা শুধু পর্দার নায়কই ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের শিল্পী এবং স্বাধীন সিনেমার একনিষ্ঠ সমর্থক। তাঁর মৃত্যুতে হলিউডে এক যুগের অবসান ঘটল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0