Logo

প্রেগনেন্ট স্ত্রীকে রেখে মদ খাওয়ার অভিযোগ আদিবাসী মিজানের বিরুদ্ধে

“আমার বা আমার অনাগত সন্তানের যদি কিছু হয়, তার সম্পূর্ণ দায়ভার আমি আমার স্বামী আদিবাসী মিজানের ওপর দিয়ে যাচ্ছি। আমি আল্লাহর কাছে ও আপনাদের কাছে বিচার চেয়ে গেলাম। ও যেন কোনোদিন ক্ষমা না পায়।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি এবং নির্মাতা আদিবাসী মিজানের দাম্পত্য কলহ এবার প্রকাশ্যে চলে এলো। সামাজিক মাধ্যমে দেওয়া একাধিক আবেগঘন পোস্টে মানসী তাঁর স্বামীর বিরুদ্ধে মদ্যপান, অবহেলাসহ একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। এমনকি কথোপকথনের এক পর্যায়ে স্বামী আদিবাসী মিজান তাঁকে ‘ডিভোর্স’ দেওয়ার কথাও বলেছেন। সব মিলিয়ে, এই তারকা দম্পতির সম্পর্ক এক চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।

‘বেক্কল বউ’ খ্যাত এই অভিনেত্রী তাঁর প্রথম পোস্টে লেখেন, “কোনো মদখোর ভালো স্বামী তো দূরের কথা, সে একজন সন্তানের বাবাও হওয়ার যোগ্য নয়। একজন প্রেগনেন্ট স্ত্রীকে একা ঘরে রেখে ভোর পর্যন্ত বারে গিয়ে মদ খায়। এটা কোন ধরনের মানুষ।” তিনি আরও লেখেন, “ভেবেছিলাম ভালো হয়ে যাবে সে। কিন্তু কুত্তার লেজ তো কখনো সোজা হয় না।”

এই পোস্টের পর, মানসী একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তাঁর সঙ্গে স্বামী মিজানের ইনবক্সের কথোপকথন দেখা যায়। সেখানে তর্কের এক পর্যায়ে মিজান লেখেন, “ওকে, আমি তোমাকে ডিভোর্স দেব। অনেক বেড়ে গেছ। তুমি একটা মিথ্যুক।”

স্বামীর কাছ থেকে এই বার্তা পাওয়ার পর, মানসী তাঁর শারীরিক ও মানসিক অবস্থা খুব খারাপ জানিয়ে আরও একটি পোস্ট দেন। সেখানে তিনি এক আশঙ্কার কথা প্রকাশ করে লেখেন, “আমার বা আমার অনাগত সন্তানের যদি কিছু হয়, তার সম্পূর্ণ দায়ভার আমি আমার স্বামী আদিবাসী মিজানের ওপর দিয়ে যাচ্ছি। আমি আল্লাহর কাছে ও আপনাদের কাছে বিচার চেয়ে গেলাম। ও যেন কোনোদিন ক্ষমা না পায়।”

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের মার্চ মাসে মানসী তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। বারবার তাঁদের সম্পর্কের এই টানাপোড়েন প্রকাশ্যে আসায়, ভক্ত ও শুভানুধ্যায়ীরা অভিনেত্রীর এবং তাঁর অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।


বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0