এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘বিক্রম’, ‘মাস্টার’, ‘জওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করে যিনি দর্শকদের মন জয় করেছেন, সেই দক্ষিণ ভারতীয় মহাতারকা বিজয় সেতুপতির বিরুদ্ধে এবার উঠল যৌন হেনস্তা, মাদক সেবন এবং আর্থিক প্রতারণার মতো গুরুতর অভিযোগ। রাম্যা মোহন নামের এক নারী সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে এই বিস্ফোরক দাবি করেন। যদিও পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই তিনি তা মুছে দেন, তবে তার আগেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যাওয়ায় ভারতজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।
রাম্যা মোহন তাঁর পোস্টে অভিযোগ করেন, বিজয় সেতুপতি বছরের পর বছর ধরে এক মহিলাকে হেনস্তা করেছেন, যার ফলে সেই মহিলাকে শেষ পর্যন্ত এক পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে। তিনি লেখেন, “সেতুপতিকে সাধুর মতো দেখা হয়। কিন্তু তার আসল রূপ তো কেউ দেখেনি।”
তিনি আরও দাবি করেন, “দক্ষিণে মাদক সেবন এবং কাস্টিং কাউচ খুব একটা বড় ব্যাপার নয়। ...যৌন হেনস্তা থেকে টাকা পয়সার তছরুপ— সব ধরনের নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত অভিনেতা।”
এই বিস্ফোরক পোস্টটি করার কিছুক্ষণ পরেই রাম্যা মোহন তা মুছে দেন। এর কারণ হিসেবে তিনি জানান, মানসিক অস্থিরতার কারণে তিনি সবটা লিখে ফেলেছিলেন। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, তিনি যে মেয়েটির ঘটনা বর্ণনা করেছেন, এই পোস্টের কারণে তাঁর কোনো ক্ষতি হতে পারে। সেই মেয়েটির নিরাপত্তার কথা ভেবেই তিনি টুইটটি মুছে দেন বলে দাবি করেন।
একসময় দারিদ্র্যের সঙ্গে লড়াই করা বিজয় সেতুপতি অভিনয়ে আসার আগে অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও কাজ করেছেন। কিন্তু অভিনয়ে পা রাখার পর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি ক্যারিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ঠিক এমনই এক সময়ে তাঁর বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ তাঁর পরিচ্ছন্ন ইমেজে এক বড় ধাক্কা দিয়েছে।
যদিও এই বিষয়ে বিজয় সেতুপতি বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি, তবে এই ঘটনা দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি করেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0