এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: আজ ১৯ জুলাই, বাংলা চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর ৭৫তম জন্মজয়ন্তী। তিনি বেঁচে থাকলে হয়তো দিনটি ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় মুখর থাকত। ২০২১ সালের ১৭ এপ্রিল তিনি প্রয়াত হলেও, বাংলা চলচ্চিত্রের আকাশে তিনি আজও এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর এই বিশেষ জন্মদিনকে ঘিরে চ্যানেল আই আয়োজন করেছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবসহ নানা অনুষ্ঠান।
যেভাবে ‘মিনা পাল’ হয়ে উঠলেন কবরী: ১৯৫০ সালে চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করা এই কিংবদন্তির প্রকৃত নাম ছিল মিনা পাল। মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে তাঁর পথচলা শুরু। এরপর ১৯৬৪ সালে, মাত্র ১৪ বছর বয়সে, পরিচালক সুভাষ দত্তের হাত ধরে ‘সুতরাং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক ঘটে। প্রথম ছবিতেই তিনি জয় করে নেন দর্শকের মন। তবে ১৯৭৫ সালে নায়ক ফারুকের সঙ্গে ‘সুজন সখী’ সিনেমা তাঁকে এনে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা এবং তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অমর ‘মিষ্টি মেয়ে’।
শুধু নায়িকা নন, এক সংগ্রামী সত্তা: দর্শকরা তাঁকে ‘মিষ্টি মেয়ে’ হিসেবে চিনলেও, পর্দার বাইরে কবরীর ছিল আরও অনেক পরিচয়। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, সক্রিয় রাজনীতিবিদ এবং একজন লেখক। ২০১৭ সালে প্রকাশিত হয় তাঁর আত্মজীবনীমূলক বই ‘স্মৃতিটুকু থাক’। পাঁচ দশকের দীর্ঘ অভিনয় জীবনে তিনি শতাধিক ছবিতে অভিনয় করেছেন এবং পাঁচজন জনপ্রিয় নায়ক—ফারুক, জাফর ইকবাল, আলমগীর, উজ্জ্বল ও সোহেল রানা— তাঁর বিপরীতেই বড় পর্দায় যাত্রা শুরু করেন, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য রেকর্ড। ‘সারেং বউ’, ‘নীল আকাশের নীচে’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘দেবদাস’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় তাঁকে এনে দিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ অসংখ্য স্বীকৃতি।
জন্মদিনে বিশেষ আয়োজন: কবরীর ৭৫তম জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই ১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। এতে প্রদর্শিত হবে তাঁর অভিনীত তিনটি জনপ্রিয় সিনেমা—‘মাসুদ রানা’, ‘বধূ বিদায়’ এবং ‘বিনিময়’। এ ছাড়াও থাকছে তাঁর অভিনীত ছবির গান নিয়ে বিশেষ অনুষ্ঠান এবং চিত্রনায়িকা মৌসুমীর উপস্থাপনায় তাঁর অভিনয় জীবন নিয়ে স্মৃতিচারণমূলক আয়োজন ‘অভিনেত্রীর পঞ্চাশ বছর’।
আমৃত্যু সিনেমার সঙ্গেই থাকতে চেয়েছিলেন কবরী, শেষ সময়েও তিনি ‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাজ করছিলেন। যদিও তিনি আজ নেই, কিন্তু তাঁর কাজ আর স্মৃতির মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন কোটি দর্শকের হৃদয়ে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0