শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

ভক্তদের জন্মদিনের শুভেচ্ছা জানালেন হানিয়া আমির

সাবিহা সাঈদ এবং ইয়াশমা গিলের সঙ্গে হাসতে ও খুনসুটি করতে দেখা যায়। এই ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, এটি হয়তো সম্প্রতি হয়ে যাওয়া কোনো জমকালো জন্মদিনের পার্টির ছবি।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি আইএমডিবি (IMDb)-র ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় তৃতীয় স্থান অর্জন করে বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন। এবার তিনি আরও একবার ভক্তদের মন জয় করে নিলেন এক ব্যতিক্রমী এবং মিষ্টি উদ্যোগের মাধ্যমে। সামাজিক মাধ্যমে এক বিশেষ পোস্টে তিনি তাঁর সেইসব অনুরাগীদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, যাঁদের জন্মদিন ছিল ওই দিন।

গত সোমবার (১৮ আগস্ট) রাতে হানিয়া আমির তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি জমকালো পার্টির কিছু ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তাঁকে প্রিন্টেড স্লিভলেস পোশাক, লাল হাফ-জ্যাকেট এবং কালো বুটে অত্যন্ত আকর্ষণীয় দেখাচ্ছিল।

তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তাঁর ক্যাপশন। তিনি লেখেন, “আজ যদি তোমার জন্মদিন হয়ে থাকে, তাহলে জন্মদিনের অনেক শুভেচ্ছা।”

তারকাদের কাছ থেকে এমন ব্যক্তিগত শুভেচ্ছা পেয়ে তাঁর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে পড়েন এবং মন্তব্য বক্স মুহূর্তেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে যায়।

পোস্ট করা ছবিগুলোতে হানিয়াকে তাঁর ঘনিষ্ঠ বান্ধবী ও সহ-অভিনেত্রী সাবিহা সাঈদ এবং ইয়াশমা গিলের সঙ্গে হাসতে ও খুনসুটি করতে দেখা যায়। এই ছবিগুলো দেখে অনেকেই ধারণা করছেন, এটি হয়তো সম্প্রতি হয়ে যাওয়া কোনো জমকালো জন্মদিনের পার্টির ছবি।

প্রসঙ্গত, হানিয়া আমির তাঁর সাবলীল অভিনয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পাকিস্তান এবং ভারতের বাইরেও ব্যাপক জনপ্রিয়। ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য তাঁর এই ধরনের ছোট ছোট উদ্যোগগুলোই তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি প্রিয় করে তুলছে।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0