বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

হালুম-টুকটুকিরা এবার ওটিটিতে!

এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদেরকে খেলার ছলে বর্ণ ও শব্দ চেনানো, গণিত, পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষার মতো মৌলিক বিষয়গুলো শেখানো হয়। এর পাশাপাশি, জেন্ডার-সমতা, সামাজিক মূল্যবোধ এবং দেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও শিশুদের শিখতে সাহায্য করে সিসিমপুর।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: হালুম, টুকটুকি, ইকরি আর শিকু— বাংলাদেশের শিশুদের কাছে কয়েক প্রজন্ম ধরে তুমুল জনপ্রিয় এই চরিত্রগুলো এবার চলে এলো ওটিটি প্ল্যাটফর্মে। দেশের শিশুদের জন্য নির্মিত সবচেয়ে জনপ্রিয় এবং শিক্ষামূলক অনুষ্ঠান ‘সিসিমপুর’ প্রথমবারের মতো কোনো ওটিটি প্ল্যাটফর্মে প্রচার শুরু করেছে। জনপ্রিয় প্ল্যাটফর্ম বঙ্গ-তে বিনামূল্যে দেখা যাচ্ছে অনুষ্ঠানটির ১৫তম সিজনের নতুন সব পর্ব।

বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিমপুরের ১৫তম সিজনের নতুন পর্বগুলো ইতোমধ্যেই তাদের প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে, যা দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন। টেলিভিশনের নির্দিষ্ট সময়ের বাইরেও, এখন শিশুরা যেকোনো সময় তাদের প্রিয় চরিত্রদের সঙ্গে নতুন সব গল্প ও ছড়ার মাধ্যমে শিখতে ও আনন্দ করতে পারবে।

২০০৫ সালে প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক পর্যায়ের শিশুদের জন্য ‘সিসিমপুরের যাত্রা শুরু হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদেরকে খেলার ছলে বর্ণ ও শব্দ চেনানো, গণিত, পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষার মতো মৌলিক বিষয়গুলো শেখানো হয়। এর পাশাপাশি, জেন্ডার-সমতা, সামাজিক মূল্যবোধ এবং দেশের শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও শিশুদের শিখতে সাহায্য করে সিসিমপুর।

টেলিভিশনের পর্দায় দীর্ঘ প্রায় দুই দশক ধরে রাজত্ব করার পর, ওটিটি প্ল্যাটফর্মে ‘সিসিমপুর’-এর এই নতুন যাত্রা অনুষ্ঠানটিকে নতুন প্রজন্মের ডিজিটাল-প্রেমী শিশুদের কাছে আরও সহজে পৌঁছে দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0