বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর আজ ৬৩ তম জন্মদিন

তিনি না থাকলেও, তাঁর গান আর ‘রূপালী গিটার’-এর সুর আজও কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: আজ ১৬ আগস্ট, বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি, ‘গিটারের জাদুকর’ খ্যাত শিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বেঁচে থাকলে আজ ৬৩ বছরে পা রাখতেন। ২০১৮ সালের ১৮ অক্টোবর তিনি হঠাৎই ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। তিনি না থাকলেও, তাঁর গান আর ‘রূপালী গিটার’-এর সুর আজও কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছে।

বাংলাদেশে ব্যান্ডসংগীতকে জনপ্রিয় এবং শক্ত ভিতের ওপর দাঁড় করানোর ক্ষেত্রে আইয়ুব বাচ্চুর অবদান অনস্বীকার্য। তিনি ‘এলআরবি’ ব্যান্ড প্রতিষ্ঠা করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যান্ডসংগীতের এক নতুন উন্মাদনা তৈরি করেছিলেন। তাঁর হাত ধরেই দেশের ব্যান্ডসংগীত এক নতুন মাত্রা পায়।

তাঁর কণ্ঠে গাওয়া ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘রূপালী গিটার’-এর মতো অসংখ্য গান কয়েক প্রজন্ম ধরে চলছে এবং ‘চিরসবুজ’ হিসেবে রয়ে গেছে।

ব্যান্ডসংগীতের পাশাপাশি একক ক্যারিয়ারেও তিনি আকাশছোঁয়া সাফল্য পেয়েছিলেন। তাঁর প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ এবং দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’ দিয়ে সেই যাত্রা শুরু হয়। এরপর এলআরবি-র ‘সুখ’ (১৯৯৩) অ্যালবামটি দেশের সর্বকালের অন্যতম সফল অ্যালবামে পরিণত হয়। তিনি একাধারে ছিলেন গায়ক, গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক। আধুনিক, লোকগীতি কিংবা চলচ্চিত্রের গান— সবখানেই তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

তারকা খ্যাতির শীর্ষে থেকেও আইয়ুব বাচ্চু ছিলেন অত্যন্ত সাধারণ এবং বিনয়ী। তিনি প্রায়শই বলতেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি একজন ‘ভালো মানুষ’ হয়ে বাঁচতে চান।

তাই তার মৃত্যুর পর শুধু সংগীতাঙ্গন নয়, কেঁদেছিল পুরো জাতি। অনুরাগীদের কাছে তিনি শুধু একজন সংগীতশিল্পী নন, ছিলেন এক যাদুকর, যিনি গিটারের তারে বুনে দিতেন জীবনের গল্প।

আজ হাজারো ভক্ত-অনুরাগী নানাভাবে স্মরণ করছেন এই গিটার জাদুকরকে। তিনি না থাকলেও তার রেখে যাওয়া সুর, গান আর রূপালী গিটার আজও হয়ে উঠেছে কয়েক প্রজন্মের অনুপ্রেরণা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0