বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

‘মির্জাপুর’-এর গোলু গুপ্তা এবার প্রযোজক

“যদি ১০ বছর আগের শ্বেতার সঙ্গে আজকের শ্বেতার দেখা হতো, তাহলে আমি তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিতাম।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘মাসান’ শুধু একটি সিনেমাই ছিল না, ছিল ভারতীয় সিনেমার এক নতুন ধারার সূচনা এবং ভিকি কৌশল ও শ্বেতা ত্রিপাঠির মতো প্রতিভাবান শিল্পীদের এক বলিষ্ঠ আত্মপ্রকাশ। সম্প্রতি ছবিটির ১০ বছর পূর্তি উপলক্ষে এক সাক্ষাৎকারে সেই পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠি। তিনি জানালেন, কীভাবে এই একটি সিনেমাই তাঁর জীবনের গতিপথ বদলে দিয়েছিল এবং সহশিল্পী হিসেবে ভিকি কৌশল কতটা অসাধারণ।

শ্বেতা ত্রিপাঠি বলেন, “‘মাসান’ যে ১০ বছর পেরিয়ে গেছে, ভাবতেই হৃদয় পরিপূর্ণ হয়ে উঠছে। এই ছবিই আমাকে পরিচিতি দিয়েছে, অভিনয়ের প্রতি আমার ভালোবাসা আর আবেগ তুলে ধরেছে। ‘মাসান’-ই আমার পথ ঠিক করে দিয়েছিল।”

তিনি আরও যোগ করেন, “যদি ১০ বছর আগের শ্বেতার সঙ্গে আজকের শ্বেতার দেখা হতো, তাহলে আমি তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিতাম।” অভিনেত্রী মনে করেন, ১০ বছর আগে ‘মাসান’-এ অভিনয় করার সিদ্ধান্তটিই ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সঠিক পদক্ষেপ।

‘মাসান’ ছিল ভিকি কৌশলেরও প্রথম প্রধান চরিত্রের সিনেমা। আজ তিনি বলিউডের অন্যতম শীর্ষ অভিনেতা। সেই সহশিল্পী প্রসঙ্গে শ্বেতা বলেন, “ভিকির সঙ্গে একবার কাজ করলে যে কেউ দ্বিতীয়বার কাজ করতে চাইবেন। ভিকি শুধু দক্ষ অভিনেতাই নন, দুর্দান্ত একজন মানুষও।” তিনি ভিকির অভিনয়ের প্রশংসা করে বলেন, “অভিনয় মানে শুধু নিজের সংলাপ বলাই নয়, অন্যজনের কথাও অনুভব করা—এ জায়গায় ভিকি অনন্য। আমি চাই ভিকি সব ধরনের সফলতার স্বাদ পাক, কারণ সে এর দাবিদার।”

‘মাসান’-এর পর ‘মির্জাপুর’, ‘ইয়ে কালি কালি আঁখে’, ‘মেড ইন হেভেন’-এর মতো একাধিক জনপ্রিয় সিরিজ ও সিনেমায় অভিনয় করে শ্বেতা নিজের এক স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন। এবার অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনার জগতেও পা রাখতে চলেছেন। তিনি জানান, এমন গল্পই তিনি প্রযোজনা করতে চান, যা দর্শকের হৃদয়ে সরাসরি পৌঁছাতে পারে এবং যা দেশের সীমানা পেরিয়েও মানুষের মন ছুঁয়ে যেতে পারে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0