জেলা প্রতিনিধি
রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার মামলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। রবিবার(২২জুন) রাত সাড়ে ১১টার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার(২৩জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি জানান, গ্রেপ্তারের পর সোমবারই তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তার মাসুদ রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জগজীবন গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম শহিদুল ইসলাম।
মনোয়ারুল ইসলাম মাসুদের বিরুদ্ধে জয়নাল আবেদীন বাপ্পি ও মামুনুর রশিদকে হত্যাচেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান মাসুদ।
বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক পদে রয়েছেন মাসুদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সবশেষ রংপুরে পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন মাসুদ।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0