মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

নারীর চুল কেটে জুতার মালা, বিএনপি নেতাসহ পাঁচজন আটক

মধ্যযুগীয় কায়দায় এক নারীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়ার অভিযোগে মধ্যযুগীয় কায়দায় এক নারীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তীব্র সমালোচনার জন্ম দেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার প্রধান আসামি বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কবির হোসেন (৫৫), আব্দুর রশিদ (৬০), মো. ইসমাইল (২৪), মেহেদি হাসান (২১) ও মো. সিরাজ (২৮)।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলা পুলিশের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার।

তিনি জানান, রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাটামারা এলাকায় এক নারীকে মারধর করার পর তার গলায় জুতার মালা ঝুলিয়ে ও মাথার চুল কেটে জনসম্মুখে হেনস্তা করা হয়। ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এরপর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তার বিএনপি নেতা মো. কবির হোসেন নিজ হাতে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছেন। এ সময় তিনি বলেন, সে অপকর্ম করেছে, অপকর্মের সাজা দিয়েছি। শাস্তিস্বরূপ তার গলায় জুতার মালা দিয়েছি, চুল কেটে দিয়েছি।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0