মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

মা-মেয়ে হত্যার বিচার দাবিতে আবারও রাস্তায় কুবি শিক্ষার্থীরা

“আমার বোন কবরে, খুনি কেন বাহিরে”, “আমার বোন মরল কেন, প্রশাসন জবাব চাই”, “প্রশাসন প্রশাসন, ভুয়া ভুয়া”— পুরো এলাকা উত্তাল হয়ে উঠেছে।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

কুমিল্লা: কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তাঁর মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায়, হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আবারও রাস্তায় নেমেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। পুলিশকে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পরও মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায়, আজ, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টা থেকে শিক্ষার্থীরা কুমিল্লা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করছেন।

সরেজমিনে দেখা গেছে, শত শত শিক্ষার্থী এসপি অফিসের সামনের সড়কে বসে পড়েছেন এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাঁদের স্লোগানে—“আমার বোন কবরে, খুনি কেন বাহিরে”, “আমার বোন মরল কেন, প্রশাসন জবাব চাই”, “প্রশাসন প্রশাসন, ভুয়া ভুয়া”— পুরো এলাকা উত্তাল হয়ে উঠেছে।

এই অবরোধের কারণে এসপি কার্যালয়ের সামনের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যা যাত্রী এবং চালকদের চরম দুর্ভোগে ফেলেছে।

এর আগে, সোমবার দুপুরে শিক্ষার্থীরা প্রথমবার সড়ক অবরোধ করলে, পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেয়। সেই আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নিলেও, আজ দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায়, শিক্ষার্থীরা আবারও কঠোর আন্দোলনে নেমেছেন।

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে (৮ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) এবং তাঁর মা তাহমিনা বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে। এই ঘটনায় সোমবার দুপুরে আব্দুর রব নামের এক কবিরাজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, শিক্ষার্থীরা এসপি অফিসের সামনে অবস্থান করছিলেন এবং পুলিশ সুপার নাজির আহমেদ খান তাঁর কার্যালয়েই ছিলেন।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0