বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে সব জল্পনার অবসান, বিয়ের পিঁড়িতে সেলেনা

দুই দিনব্যাপী এই বিয়ের আয়োজনে দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন। যেহেতু অনুষ্ঠানটি দুই দিনের, তাই অতিথিদের রাত্রিযাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে নিমন্ত্রণপত্রে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অবশেষে সব জল্পনার অবসান। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ ও তাঁর প্রেমিক, সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আগামী সেপ্টেম্বরেই ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে বসছে তাঁদের বিয়ের আসর। এই বিয়ে যে এই বছরের অন্যতম বড় তারকাখচিত অনুষ্ঠান হতে চলেছে, তার ইঙ্গিতও মিলেছে।

বিয়ের আয়োজন ও তারকাখচিত অতিথি তালিকা: জানা গেছে, দুই দিনব্যাপী এই বিয়ের আয়োজনে দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা উপস্থিত থাকবেন। যেহেতু অনুষ্ঠানটি দুই দিনের, তাই অতিথিদের রাত্রিযাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে নিমন্ত্রণপত্রে।

এই হাই-প্রোফাইল বিয়ের অতিথি তালিকায় রয়েছেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফট ও তাঁর প্রেমিক ট্রাভিস কেলসি, জনপ্রিয় ওয়েব সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর কলাকুশলী এবং বেনি ব্ল্যাঙ্কোর সংগীত জগতের সহকর্মীরা। সব মিলিয়ে, সেলেনার বিয়েতে বসতে চলেছে চাঁদের হাট।

সহকর্মী থেকে জীবনসঙ্গী: সেলেনা ও বেনির সম্পর্কের শুরুটা হয়েছিল গানের স্টুডিওতে, সহকর্মী হিসেবে। ২০১৫ সালে সেলেনার ‘কিল এম উইদ কাইন্ডনেস’ গানের প্রযোজক ছিলেন বেনি। এরপর ২০১৭ সালে ‘ট্রাস্ট নোবডি’ এবং বেনির নিজের গান ‘আই কান্ট গেট এনাফ’-এও তাঁরা একসঙ্গে কাজ করেছেন।

একসঙ্গে কাজ করতে গিয়েই তাঁদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত হয়, যা ২০২৩ সালের জুনে প্রেমে রূপ নেয়। একই বছরের ডিসেম্বরে তাঁরা সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এবং গত বছরের ডিসেম্বরে তাঁদের বাগ্‌দান সম্পন্ন হয়। এক সাক্ষাৎকারে সেলেনা জানিয়েছিলেন, তিনি বেনির সঙ্গে সব সময় নিরাপদ বোধ করেন, আর সেই অনুভূতি থেকেই সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই সম্পর্কই পেতে চলেছে চূড়ান্ত পরিণতি।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0