বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফিলার-মুক্ত উর্ফী, জানালেন মানসিক রোগের সঙ্গে লড়াইয়ের কথা

তিন-চার বছর আগে তিনি এই মানসিক অসুখে আক্রান্ত হয়েছিলেন, যেখানে মানুষ নিজের শারীরিক ত্রুটি নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করে। তিনি জানান, অতিমাত্রায় শীর্ণ হওয়ার এক তীব্র বাসনা তাঁকে গ্রাস করেছিল।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: কয়েক দিন আগেই ঠোঁটের ফিলার সরাতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিলেন ইন্টারনেট সেনসেশন উর্ফী জাভেদ। তাঁর ফুলে যাওয়া ঠোঁটের ছবি দেখে শিউরে উঠেছিলেন ভক্তরা। অবশেষে সেই অবস্থা থেকে স্বাভাবিক চেহারায় ফিরে, এবার তিনি মুখ খুললেন তাঁর এক কঠিন মানসিক রোগের সঙ্গে লড়াইয়ের কথা নিয়ে। উর্ফী জানিয়েছেন, একটা সময় তিনি বডি ডিসমরফিক ডিজঅর্ডার (বিডিডি)-এ এতটাই ভুগেছিলেন যে, রোগা হওয়ার নেশায় তিনি খাওয়াদাওয়াই প্রায় ছেড়ে দিয়েছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্ফী জাভেদ বলেন, তিন-চার বছর আগে তিনি এই মানসিক অসুখে আক্রান্ত হয়েছিলেন, যেখানে মানুষ নিজের শারীরিক ত্রুটি নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করে। তিনি জানান, অতিমাত্রায় শীর্ণ হওয়ার এক তীব্র বাসনা তাঁকে গ্রাস করেছিল।

সেই সময়ের কথা স্মরণ করে উর্ফী বলেন, “সারা দিনে তিন থেকে চারটে মুরগির মাংসের টুকরোই ছিল তার একমাত্র খাবার। এর বেশি কিছু খেতাম না।”

এই অনিয়মিত খাদ্যাভ্যাস তাঁর মানসিক স্বাস্থ্যের ওপরও ভয়াবহ প্রভাব ফেলেছিল। তিনি বলেন, “মানসিকভাবে আমি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। সবসময়ে মেজাজ খুব খারাপ হয়ে থাকত। সবসময়ে রাগ হতো। কেউ আমার সঙ্গে কথা বলতে এলে মনে হতো—আরে আপনি আমার সঙ্গে কথা বলছেন কেন?”

উর্ফী জানিয়েছেন, তিনি এখন আর লিপ ফিলার ব্যবহার করছেন না, বরং লিপ প্লাম্পার ব্যবহার করছেন। তিনি বলেন, “দেখুন ফিলার্সবিহীন আমার চেহারা। এবার থেকে এ ভাবেই দেখতে পাবেন আমাকে।”

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি এখন এক স্বাস্থ্যকর জীবনযাপন করছেন। উর্ফী বলেন, “এখন আমি জিমে যাওয়া শুরু করেছি। ভারোত্তোলন করি। ভালো করে খাওয়াদাওয়াও করি। এখন আর রোগা হওয়া নিয়ে আমি ভাবি না।”

উর্ফীর এই সাহসী স্বীকারোক্তি আরও একবার প্রমাণ করলো, গ্ল্যামার জগতের আড়ালে তারকাদের কতটা কঠিন মানসিক এবং শারীরিক লড়াই চালিয়ে যেতে হয়।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0