এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে এক নতুন এবং সাহসী পদক্ষেপের নাম ‘ডট’। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমাটি দেশের প্রথম চলচ্চিত্র হিসেবে সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় শুটিং করা হয়েছে এবং ইংরেজি ভাষাতেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর, শুক্রবার, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ভিন্নধর্মী সিনেমাটি।
তরী মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমার প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানিয়েছেন, আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশের সিনেমাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, “আন্তজার্তিকভাবে আমাদের সিনেমাটি সবাইকে দেখানোর জন্যই ইংরেজিতে কাজটি করেছি। আর আমাদের দেশের দর্শকরা বাংলা সাবটাইটেল দিয়ে ছবিটি উপভোগ করতে পারবেন।”
দুই ঘণ্টা ৮ মিনিটের এই সিনেমাটির আসল শক্তি এর গল্প বলে জানিয়েছেন পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন। তিনি বলেন, “এটি গল্প প্রধান সিনেমা। আশা করছি দর্শক উপভোগ করবেন।”
‘ডট’ সিনেমাটির সম্পূর্ণ শুটিং হয়েছে কুমিল্লার তিতাস উপজেলায়, যেখানে পুরোপুরি সেট সাজিয়ে কাজ করা হয়। এতে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।
বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণরূপে ইংরেজিতে নির্মিত একটি চলচ্চিত্র কতটা দর্শকপ্রিয়তা পায় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য কতটা সাফল্য বয়ে আনে, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0