বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

রাশমিকার জন্যই কি ‘অদৃশ্য’ হতে চান বিজয়?

রাশমিকা একাধিকবার তাঁদের সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত দিলেও, বিজয় এই বিষয়ে বরাবরই নীরব।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: একদিকে জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন তুঙ্গে, অন্যদিকে তিনি বলছেন, সবার থেকে নিজেকে আড়াল করে, এমনকি মুখোশ পরেও ঘুরে বেড়াতে চান। তিনি দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি তাঁর পর্দার ইমেজ, ব্যক্তিগত জীবন এবং খ্যাতির বিড়ম্বনা নিয়ে এমন কিছু খোলামেলা কথা বলেছেন, যা ভক্তদের মধ্যে নতুন করে রহস্য ও আলোচনার জন্ম দিয়েছে।

সম্পর্ক নিয়ে লুকোচুরি: বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন বহুদিনের। রাশমিকা একাধিকবার তাঁদের সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত দিলেও, বিজয় এই বিষয়ে বরাবরই নীরব। তিনি সামাজিক মাধ্যমে রাশমিকার সঙ্গে কোনো ছবি দেন না, এমনকি তাঁকে অনুসরণও করেন না। অথচ কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন, “আমার বয়স এখন ৩৫। অবশ্যই আমি সম্পর্কে আছি।” তাঁর এই পরস্পরবিরোধী আচরণই ভক্তদের দ্বিধায় ফেলে দিয়েছে।

খ্যাতির বিড়ম্বনা ও দ্বৈত সত্তা: কেন তিনি ব্যক্তিগত জীবনকে এতটা আড়ালে রাখতে চান? সেই উত্তরও দিয়েছেন বিজয়। তিনি বলেন, “আমার মধ্যে অদ্ভুত দ্বৈত সত্তা কাজ করে। একদিকে অভিনেতা হিসাবে সারা বিশ্বে পরিচিতি পেতে চাই। আবার সবার আড়ালে অপরিচিত হয়েও থেকে যাই। এটা এক ধরনের মানসিক দ্বিধা।”

তিনি তাঁর এই মানসিক টানাপোড়েন থেকে মুক্তির উপায় হিসেবে এক ‘কাল্পনিক মুখোশ’-এর কথা বলেছেন। বিজয় বলেন, “অর্জুন রেড্ডির কথায়— আমি আগে বলতাম, একটা অন্য মানুষের মুখোশ পরে থাকতে পারলে ভালো হতো। তারকা হিসেবে সেই মুখোশ মানুষ পরিচিতি পেত। আর আমি নিজের মতো খুশি থাকতাম।” তাঁর মতে, দর্শক যে সাফল্য তাঁকে দিয়েছেন, তা তাঁর সিনেমার জন্য, ব্যক্তি জীবনের জন্য নয়। তাই তিনি তাঁর ব্যক্তিগত সত্তাকে খ্যাতির আলো থেকে দূরে রাখতেই পছন্দ করেন।

শেষ কথা: সব মিলিয়ে, বিজয় দেবেরাকোন্ডা যেন এক জীবন্ত রহস্য। একদিকে যেমন তিনি তাঁর সম্পর্কের কথা স্বীকার করছেন, তেমনই আবার রাশমিকার প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন এবং নিজেকে আড়াল করতে চাইছেন। তাঁর এই আচরণ প্রমাণ করে, খ্যাতির চূড়ায় থেকেও একজন শিল্পী তাঁর ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষার জন্য কতটা মরিয়া হতে পারেন। ভক্তরা এখন অপেক্ষায়, কবে এই রহস্যের জট খুলবেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই সুপারস্টার।

বাংলাফ্লো/এইচএম 



Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0