বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ট্রোলারদের ‘পাত্তা দেন না’ দীঘি

“পরে দেখলাম শাকিব খানকে নিয়েও ট্রল হয়, জয়া আহসানকে নিয়েও হয়। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীরকে নিয়েও ট্রল হয়।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: শিশুশিল্পী হিসেবে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেলেও, নায়িকা হিসেবে ফেরার পর থেকেই প্রায়শই সামাজিক মাধ্যমে ট্রল এবং সমালোচনার শিকার হয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। প্রথমদিকে এই বিষয়গুলো তাঁকে মানসিকভাবে কষ্ট দিলেও, এখন তিনি আর এসবকে পাত্তা দেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, যারা ট্রল করে, তারা আসলে নিজেরা হতাশ এবং অসফল, আর সফল মানুষদের দেখেই তাদের ঈর্ষা হয়।

দীঘি বলেন, “একটা সময় খুব মন খারাপ থাকত। ভেঙে পড়তাম। ভাবতাম, কেন ট্রল হচ্ছে- আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি।”

তিনি আরও বলেন, পরে তিনি বুঝতে পারেন, এটা শুধু তাঁর সঙ্গেই হচ্ছে না। তাঁর ভাষায়, “পরে দেখলাম শাকিব খানকে নিয়েও ট্রল হয়, জয়া আহসানকে নিয়েও হয়। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীরকে নিয়েও ট্রল হয়।” এই উপলব্ধিই তাঁকে শক্ত হতে সাহায্য করেছে।

দীঘি মনে করেন, যারা ট্রল করে, তারা ঈর্ষা থেকেই এই কাজগুলো করে। তিনি বলেন, “কিছু মানুষের স্বভাবই হলো অন্যকে ট্রল করা। যারা ট্রল করে, তারা আসলে হতাশাগ্রস্ত ও অসফল মানুষ; সফলদের দেখে তাদের ঈর্ষা হয়। সেই ঈর্ষা থেকেই তারা ট্রল করে।”

তিনি আরও যোগ করেন, “যদি এসব আমি নেগেটিভভাবে নিই, তাহলে হতাশ হয়ে পড়ব, কাজে মনোযোগ দিতে পারব না। তাই এদের প্রাধান্য দেওয়াটা বোকামি।”

সবশেষ ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে দীঘি দারুণ প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে কয়েকটি শো শেষ করে দেশে ফিরেছেন এবং খুব শিগগিরই নতুন কাজে যোগ দেবেন বলে জানা গেছে। ট্রোলকে পাশ কাটিয়ে, কাজে মনোযোগ দিয়েই যে তিনি এগিয়ে যেতে চান, তাঁর কথাতেই তা স্পষ্ট।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0