মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

গোমূত্র নাকি নিজের মূত্র—কি পান করেছিলেন পরেশ রাওয়াল?

তাঁর এই পুরোনো সাক্ষাৎকারকে কেন্দ্র করে সাম্প্রতিক ট্রোলিং নিয়ে পরেশ রাওয়াল বলেন, “এটি আমার জীবনের একটি ঘটনা যা ৪০ বছর আগে ঘটেছিল। তাতে কী হয়েছে? মানুষ তিলকে তাল করতে ভালোবাসে। ওদের মজা করতে দিন।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল দীর্ঘদিন আগে একবার জানিয়েছিলেন, হাঁটুর ব্যথা সারানোর জন্য তিনি টানা ১৫ দিন গোমূত্র পান করেছিলেন। তাঁর এই স্বীকারোক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয় ব্যাপক ট্রোলিং এবং কটাক্ষ। এতদিন চুপ থাকলেও, এবার সেই ট্রোলারদের একহাত নিলেন এই জনপ্রিয় অভিনেতা। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি ট্রোলারদের এক মজার এবং ধারালো জবাব দিয়েছেন।   

একবার এক পুরোনো সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানিয়েছিলেন, ১৯৯৬ সালে ‘ঘটক’ সিনেমার শুটিংয়ের সময় তিনি হাঁটুতে মারাত্মক চোট পান। চিকিৎসকরা জানিয়েছিলেন, সুস্থ হতে প্রায় আড়াই মাস সময় লাগবে। তখন প্রয়াত অ্যাকশন ডিরেক্টর এবং অজয় দেবগণের বাবা বীরু দেবগণ তাঁকে দিনের প্রথম মূত্র পান করার পরামর্শ দেন। যদিও প্রথমে বিষয়টিতে তাঁর গা ঘিনঘিন করছিল, কিন্তু ব্যথা কমানোর জন্য তিনি টানা ১৫ দিন এই কাজ করেন। অভিনেতা দাবি করেন, এর ফলে তিনি দেড় মাসেই সুস্থ হয়ে ওঠেন, যা দেখে চিকিৎসকরাও অবাক হয়েছিলেন।

তাঁর এই পুরোনো সাক্ষাৎকারকে কেন্দ্র করে সাম্প্রতিক ট্রোলিং নিয়ে পরেশ রাওয়াল বলেন, “এটি আমার জীবনের একটি ঘটনা যা ৪০ বছর আগে ঘটেছিল। তাতে কী হয়েছে? মানুষ তিলকে তাল করতে ভালোবাসে। ওদের মজা করতে দিন।”  

তবে এখানেই না থেমে, তিনি ব্যঙ্গ করে আরও যোগ করেন, “আমি ওদেরকে (ট্রোলারদেরকে) তো প্রস্রাব পান করতে দিইনি, তাই না? নাকি আমি তাদের দিইনি বলে তারা ক্ষুব্ধ? ওরা মনে করে যে আমি একা পান করেছি এবং ওদের এটি দিইনি।”

পরেশ রাওয়ালের এই মজার কিন্তু কড়া জবাবে চুপ হয়ে গেছেন অনেক সমালোচক। তিনি বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত বিশ্বাস বা অভিজ্ঞতা নিয়ে করা কটাক্ষকে তিনি একেবারেই গুরুত্ব দেন না।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0