মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

দেবকে ক্ষমা চাইতে হবে না—রুক্মিণী

অনেকেই তাঁদের বর্তমান সঙ্গী, অর্থাৎ রুক্মিণী ও রাজকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এই লাগাতার ট্রোলিংয়ের কারণেই সম্প্রতি দেব প্রকাশ্যে রুক্মিণী, রাজ এবং শুভশ্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ‘ধূমকেতু’ সিনেমার প্রচারে প্রায় এক দশক পর দেব ও শুভশ্রী গাঙ্গুলীর পুনর্মিলন নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে, এবং সেই কারণে যখন ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী, ঠিক তখনই এই বিষয়ে মুখ খুললেন রুক্মিণী। তিনি শুধু ট্রোলিংকে হেসেই উড়িয়ে দেননি, বরং স্পষ্ট করে জানিয়েছেন, এই ঘটনার জন্য দেবকে তাঁর কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজনই নেই।

‘ধূমকেতু’র ট্রেইলার লঞ্চ এবং মুক্তির আগে নৈহাটির বড়মার মন্দিরে দেব ও শুভশ্রীর একসঙ্গে যাওয়া— এই দুটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তাঁদের পুরনো সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই তাঁদের বর্তমান সঙ্গী, অর্থাৎ রুক্মিণী ও রাজকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এই লাগাতার ট্রোলিংয়ের কারণেই সম্প্রতি দেব প্রকাশ্যে রুক্মিণী, রাজ এবং শুভশ্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যম অ্যাডিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, “আমি হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসি, তাই এই সব নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছিল তা দেখে খুব হেসেছি। আপনারা চালিয়ে যান। আমাদের সিনেমা হিট করেছে, তাই সব চলতে পারে, কোনো সমস্যা নেই। দেবকে কখনো আমার কাছে ক্ষমা চাইতে হবে না।”

দেব-শুভশ্রীর পুনর্মিলনে তিনি কি অস্বস্তিতে পড়েছিলেন? এই প্রশ্নের উত্তরে রুক্মিণী বলেন, “এটা খুবই পিছিয়ে পড়া চিন্তা ভাবনার প্রদর্শন করে। আমরা ২০২৫-এ দাঁড়িয়ে সবাই পেশাদারিত্বটা বুঝি। একটা সিনেমার জন্য যে পেশাদারিত্ব দেখানো হয়েছে সেটাকে অন্যভাবে দেখলে জীবনে অনেকটা পিছিয়ে যেতে হবে।”

উল্লেখ্য, ১৪ আগস্ট মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে এবং হলগুলোতে হাউসফুল যাচ্ছে। রুক্মিণীর এই পরিণত এবং বলিষ্ঠ জবাবে নেটিজেনদের অনেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0