এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: জনপ্রিয় কোরিওগ্রাফার অ্যাডলফ খানের বাবা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নৃত্যশিল্পী নিজেই।
বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অ্যাডলফ লেখেন, ‘আমার বাবা আর নেই! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
অ্যাডলফ খানের বাবার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। নৃত্যশিল্পীর বাবা হারানোর ঘটনায় অভিনেতা মিশা সওদাগর, মুকিত জাকারিয়া, সালহা খানম নাদিয়া, কণ্ঠশিল্পী আখি আলমগীরসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এর আগে বিকাল ৩টার দিকে এক পোস্টে অ্যাডলফ লেখেন, ‘বাবা ............তুমি এভাবে একা করে যেও না বাবা।’
অ্যাডলফের বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত ১৯ আগস্ট সার্জারি করা হয়েছিল।
বলে রাখা ভালো, ২০০৮ সালে র্যাম্প মডেল বুলবুল টুম্পার একটি গ্রুমিং স্কুলের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু। এরপর র্যাম্প মডেল হিসেবে কাজের পাশাপাশি চিত্রনায়িকা নিপুণের ছবিতে স্টাইল ডিজাইনার হিসেবে কাজ করছেন তিনি।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0