বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

সিনেমা হলে মুক্তির প্রথম দিনই পাইরেসির কবলে কুলি

ছবির অবৈধ কপি সার্চ ইঞ্জিনে ‘কুলি ফ্রি ডাউনলোড’ হিসেবে ট্রেন্ডিং হতে শুরু করে। তামিলরকার্স, পাইরেটস বে, ফিল্মিজিলা, মুভিরুলজ, মুভিজদা সহ একাধিক কুখ্যাত পাইরেসি সাইটে দ্রুত ছড়িয়ে পড়ে ছবি।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়ে গেছে রজনীকান্তের নতুন অ্যাকশন-ড্রামা সিনেমা ‘কুলি’। প্রেক্ষাগৃহে চালানোর কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে পাওয়া গেছে সিনেমাটি। ১৪ আগস্ট মুক্তির দিন দুপুরেই টেলিগ্রাম চ্যানেলসহ বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে এইচডি প্রিন্টে দেখা গেছে সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী জানা যায়, ছবির অবৈধ কপি সার্চ ইঞ্জিনে ‘কুলি ফ্রি ডাউনলোড’ হিসেবে ট্রেন্ডিং হতে শুরু করে। তামিলরকার্স, পাইরেটস বে, ফিল্মিজিলা, মুভিরুলজ, মুভিজদা সহ একাধিক কুখ্যাত পাইরেসি সাইটে দ্রুত ছড়িয়ে পড়ে ছবি। কিছুক্ষণের মধ্যেই লিঙ্ক পৌঁছে যায় সোশ্যাল মিডিয়া এবং টেলিগ্রামের বড় বড় চ্যানেলে। ফলে ছবির প্রথম দিনের থিয়েটার ব্যবসাও ঝুঁকির মুখে পড়েছে।

এমন পরিস্থিতিতে ছবির টিম এবং রজনী ভক্তরা নেটদুনিয়ায় অনুরোধ জানাচ্ছেন, ‘থিয়েটারে গিয়ে ছবি দেখুন, অবৈধ ডাউনলোড এড়িয়ে চলুন। পাইরেসি সরাসরি বক্স অফিস সংগ্রহে প্রভাব ফেলে।’

‘কুলি’ পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। প্রধান চরিত্রে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুন, আমির খান এবং শ্রুতি হাসান।


বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0