এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: আবারো বিপাকে শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। এবার তাদের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। ৬০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৮৩ কোটি টাকা) প্রতারণার অভিযোগ উঠেছে শিল্পা ও তার স্বামীর বিরুদ্ধে। ইতোমধ্যে মামলাও দায়ের করা হয়েছে।
জানা গেছে, দীপক কোঠারি নামক এক ব্যবসায়ী অভিনেত্রী শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা সহ আরও এক ব্যক্তির বিরুদ্ধে ৮৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ এনেছেন। ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এই বিপুল অর্থ হাতিয়ে নেন শিল্পা ও রাজ কুন্দ্রা।
মুম্বাই পুলিশের সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, ওই ব্যবসায়ীকে ব্যবসা আরও বৃদ্ধি করার টোপ দেওয়া হয়েছিল। রাজ ও শিল্পার কথাতেই বিশ্বাস করে তিনি কোটি কোটি টাকা বিনিয়োগ করেন। সেই টাকাগুলো শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা নিজেদের ব্যক্তিগত কাজে খরচ করেছেন।
এরপরই ওই ব্যবসায়ী মুম্বাইয়ের জুহু থানায় মামলা দায়ের করেন। এই মামলা এখন মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় স্থানান্তরিত করা হয়েছে। মামলাটি তদন্ত শুরু হলে শিল্পা ও রাজকে শিগগিরই তলব করা হতে পারে।
প্রসঙ্গত, এর আগে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে ২০২১ সালে গ্রেফতার করা হয়েছিল শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে। ‘হটশট’ নামক একটি বিনোদন অ্যাপে পর্ন ভিডিও তৈরি করে বিক্রি করা হতো দেশ-বিদেশে। ওই সংস্থার মালিক ছিলেন রাজ কুন্দ্রা। দুই মাস জেলে থাকার পর জামিন পান তিনি।
তবে ওই অ্যাপ সংক্রান্ত আর্থিক আত্মসাতের মামলা এখনো চলছে। একাধিকবার শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বাড়ি অফিসে তল্লাশি চালিয়েছে ইডি। বিটকয়েন দুর্নীতিতেও নাম রয়েছে রাজ কুন্দ্রার ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0