বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: গত বছর কোটা সংস্কার আন্দোলনে নিহত এক নারীসহ অজ্ঞাত ৬ জনের মরদেহ আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে। পুলিশ জানিয়েছে, এসব মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলনের সময় পল্টন এলাকা থেকে একজন, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তিনজন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে এক নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানার মাধ্যমে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয় এবং ঢামেকের মর্গে রাখা হয়।
নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিখোঁজদের স্বজনদের অনেকে মরদেহ শনাক্তের জন্য এসেছিলেন, তবে কেউই নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেননি। ভবিষ্যতে কেউ পরিচয় শনাক্ত করতে এলে ডিএনএ নমুনার মাধ্যমে তা যাচাইয়ের সুযোগ থাকবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত ছয়টি মরদেহ দীর্ঘ এক বছর ধরে ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে সংরক্ষিত ছিল। তাদের পরিচয় এখনও শনাক্ত হয়নি। আমরা একটি সরকারি চিঠি পেয়েছি। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহগুলো মর্গে ফ্রিজিং করে রাখা হয়েছিল।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0