বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানির সময় আদালতে কর্তব্যরত সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে সময় টিভির সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্ল্যাহ পিয়াসের আদালতে এই ঘটনা ঘটে। শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নাকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক কোর্টে আসেন।
প্রচলিত নিয়ম অনুযায়ী বিচারক আদালতে আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের কোর্টরুম থেকে বেরিয়ে যেতে বলেন। এ সময় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিয়াম আহত হন।
আসিফ হোসাইন সিয়াম বলেন, “এদিন শুনানির সময় বিচারক কোর্ট রুম থেকে বহিরাগতদের বেরিয়ে যেতে বলেন। এসময় আইনজীবীরা নিউ এজের এক সাংবাদিককেও বের করে দিতে চান। আমি বলেছি, উনিও তো সাংবাদিক। তখন এক আইনজীবী আমার নাক ও মুখ বরাবর ঘুষি মারেন।”
সিয়াম আরও বলেন, “আমি তাৎক্ষণিক বিচারককে বলি, মাননীয় আদালত, আপনার উপস্থিতিতে আমার ওপর হামলা হয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে হামলাকারী আইনজীবীসহ আরও কয়েকজন আমাকে টেনে হিঁচড়ে বের করতে চান।”
হামলাকারী আইনজীবীরা রাষ্ট্রপক্ষ না আসামিপক্ষের—এই বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ভুক্তভোগী সিয়াম।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0