রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু দুর্নীতি মামলায় খালাস

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ খালাস দেওয়া হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দীর্ঘ দেড় যুগ আগে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের হওয়া একটি দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু শেষ পর্যন্ত খালাস পেয়েছেন। সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ রায় দেন।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ খালাস দেওয়া হয়। আদালতে টুকুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী শাহিন আহমেদ।

২০০৭ সালের ২১ মার্চ মোহাম্মদপুর থানায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকুর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী। অভিযোগ ছিল, সম্পদের হিসাব ও আয়ের উৎস গোপন করেছেন তিনি। একই বছরের জুনে মামলার প্রতিবেদন দেন দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা। বিচার শেষে ওই বছরের ১৫ নভেম্বর টুকুকে মোট ৯ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করেন বিচারিক আদালত।

এরপর টুকু আপিল করলে ২০১১ সালের ১৬ জুন হাইকোর্ট তাকে খালাস দেন। তবে দুদক ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের খালাস বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেন। রিভিউ আবেদনও খারিজ হয়।

পরে ২০২৩ সালে হাইকোর্টে পুনঃশুনানি শেষে ৩০ মে বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়। সেই রায়ের বিরুদ্ধে টুকু আবারও আপিল করেন। অবশেষে সর্বোচ্চ আদালত তার আপিল মঞ্জুর করে তাঁকে খালাস দিলেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0