বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো জটিলতা দেখা দিলে তা সমাধানে সরকার সহায়তা করবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা সে বিষয়ে তার কোনো তথ্য নেই। তবে দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার ক্ষেত্রে সরকার প্রস্তুত রয়েছে।
সরকার নিজে থেকে কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। তিনি আরও যোগ করেন, তিনি যখন দেশে ফিরতে চাইবেন আমাদের যতটুকু সহায়তা করার অবশ্যই করবো।
এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছিল তার পর ভারতের সঙ্গে এ বিষয়ে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন জানান, এরপর আর কোনো চিঠি দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেওয়া হলে গণমাধ্যমকে তা জানানো হবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0