বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: দেশকে সশস্ত্র সংগ্রামের দিকে নিয়ে যাওয়া ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন নামঞ্জুর করেছেন আদালত। নতুন করে মামলার দুই আসামির জামিন নামঞ্জুরের মধ্য দিয়ে এ মামলায় ইতোমধ্যে একাধিক আসামি কারাগারে রয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. কায়েস আহমেদ অর্ণব।
এর আগে বুধবার একই মামলায় আরও ছয়জনের জামিন নামঞ্জুর করা হয়। তারা হলেন— মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা (৮১), মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন (৭৪), মুক্তিযোদ্ধা মো. তৌছিফুল বারী খাঁন (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।
গত ৩১ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ মামলার অপর দুই আসামির জামিন নামঞ্জুর করেন। তারা হলেন— মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন (৫৫)। এর আগে গত ২৯ আগস্ট লতিফ সিদ্দিকীসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিএমএম আদালত।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বাদী হয়ে গত ২৯ আগস্ট মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, ২৮ আগস্ট সকাল ১১টার দিকে রাজধানীর রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে কয়েকজন ব্যক্তি আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী স্লোগান দিতে থাকে। এ সময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তব্য দেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধ ও ষড়যন্ত্র প্রতিহত করার কথা বলে গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। ওই সংগঠনের পক্ষ থেকে ২৮ আগস্ট সকালে একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়।
মামলার নথিতে আরও উল্লেখ করা হয়, বৈঠকে লতিফ সিদ্দিকী ‘মঞ্চ ৭১’-এর ব্যানার ব্যবহার করে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করা এবং অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যে উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি হলে উপস্থিত লোকজন আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী স্লোগান দেয়। ফলে আসামিদের বিরুদ্ধে পরস্পর সহায়তায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও প্ররোচনার অভিযোগ আনা হয়।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0