বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

স্মৃতি হারাচ্ছেন ব্রুস উইলিস

“সে হয়তো অনেক কিছু মনে রাখতে পারে না, কিন্তু তার শৈশবের স্মৃতিগুলো ভেসে আসে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, তার হাসি এখনো রয়ে গেছে।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা ব্রুস উইলিস এখন সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্মৃতি হারিয়ে ফেলছেন। ২০২২ সালে অ্যাফেসিয়া রোগে আক্রান্ত হয়ে অভিনয় থেকে অবসর নেওয়ার পর, ২০২৩ সালে তাঁর ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া (FTD) ধরা পড়ে। সম্প্রতি তাঁর স্ত্রী, এমা হেমিং উইলিস, ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে স্বামীর স্বাস্থ্য এবং তাঁদের পরিবর্তিত জীবন নিয়ে এক আবেগঘন সাক্ষাৎকার দিয়েছেন।

এমা জানান, ব্রুস হয়তো এখন আর আগের মতো সবকিছু বুঝতে বা মনে রাখতে পারেন না, কিন্তু তাঁর ভেতরের মানুষটা এখনও হারিয়ে যায়নি। তিনি বলেন, “আজ ব্রুসের সঙ্গে আমাদের আলাপচারিতা আগের মতো নয়। প্রতিদিন হয়তো ভালো থাকে না, তবে মাঝে মাঝে সে নিজেকে প্রকাশ করে।”

সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্তে এমা বলেন, “সে হয়তো অনেক কিছু মনে রাখতে পারে না, কিন্তু তার শৈশবের স্মৃতিগুলো ভেসে আসে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, তার হাসি এখনো রয়ে গেছে।”

নিজের নতুন বই ‘দ্য আনএক্সপেক্টেড জার্নি’-এর প্রচারে এসে এমা বলেন, যখন তিনি প্রথম ডিমেনশিয়ার মতো একটি কঠিন রোগের কথা শোনেন, তখন তিনি কিছুই বুঝতে পারছিলেন না এবং আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

তিনি জানান, রোগের শুরুর দিকে ব্রুস ধীরে ধীরে চুপচাপ হয়ে যাচ্ছিলেন। যে মানুষটি সবসময় প্রাণবন্ত এবং আড্ডাপ্রিয় ছিলেন, তিনি পারিবারিক অনুষ্ঠানেও নিজেকে গুটিয়ে নিতেন। পরিবারের জন্য এটি ছিল এক অত্যন্ত কষ্টকর এবং ভীতিকর অভিজ্ঞতা।

ব্রুস উইলিসের এই কঠিন সময়ে তাঁর পুরো পরিবার— স্ত্রী এমা, তাঁদের দুই কন্যা এবং ব্রুসের প্রাক্তন স্ত্রী ডেমি মুর ও তাঁদের তিন কন্যা— সবাই একসঙ্গে তাঁর পাশে রয়েছেন। এমা হেমিং-এর এই সাক্ষাৎকারটি ডিমেনশিয়ায় আক্রান্ত রোগী এবং তাঁদের পরিবারের লড়াইয়ের এক মানবিক এবং শক্তিশালী চিত্র তুলে ধরেছে।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0