মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘের দূত হয়েই বলিউডের লিঙ্গবৈষম্য নিয়ে সরব কৃতি

“আমার মা যা করতে পারেননি, সেটাই আমাকে আর আমার বোনকে উৎসাহ দিয়েছে। আমাদের স্বপ্ন যেন আটকে না যায়। মা সব সময় বলেছেন, তোমরা যা চাও তাই কর, স্বপ্ন পূরণের পথে পিছু হটবে না।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডের প্রথম সারির অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন। আর এই নতুন দায়িত্ব পাওয়ার পরই, তিনি বলিউডের ভেতরের লিঙ্গবৈষম্য এবং নায়িকাদের প্রতি করা সূক্ষ্ম অবিচার নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, শুটিং সেটে এখনও নায়কদের তুলনায় নায়িকাদের ছোট করে দেখা হয়, যা সুযোগ-সুবিধার বণ্টনেই স্পষ্ট হয়ে ওঠে।

এক সাক্ষাৎকারে কৃতি শ্যানন বলেন, “পুরুষ অভিনেতারা শুটিং সেটে ভালো গাড়ি পান, ভালো রুম পান। এগুলো শুধু গাড়ি বা রুম নয়, এটা আসলে এক ধরনের বার্তা দেয় যে মেয়েদের স্থান ছোট করে দেখা হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, প্রায়শই নায়িকাদেরকে নায়কদের অনেক আগে সেটে ডেকে নেওয়া হয়, যাতে তাঁরা প্রস্তুত থাকেন। কৃতি বলেন, “আমি নিজে গিয়ে সহকারী পরিচালকদের বলেছি এভাবে করা ঠিক নয়। সবার জন্য একই নিয়ম থাকা উচিত। মানসিকতা বদলানো দরকার।”

কৃতি জানান, ছোটবেলায় তিনি নাচ শিখতে চাইলেও, সামাজিক নিয়মের কারণে পারেননি। তাঁর মা-ও নিজের অনেক স্বপ্ন পূরণ করতে পারেননি। তিনি বলেন, “আমার মা যা করতে পারেননি, সেটাই আমাকে আর আমার বোনকে উৎসাহ দিয়েছে। আমাদের স্বপ্ন যেন আটকে না যায়। মা সব সময় বলেছেন, তোমরা যা চাও তাই কর, স্বপ্ন পূরণের পথে পিছু হটবে না।”

UNFPA-এর রাষ্ট্রদূত হিসেবে তাঁর লক্ষ্য হলো নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা এবং লিঙ্গবৈষম্য দূর করা। বলিউডের ভেতরের এই বৈষম্য নিয়ে তাঁর সরব হওয়াটা সেই লক্ষ্যেরই এক বলিষ্ঠ প্রতিফলন।

উল্লেখ্য, কৃতি শ্যাননকে সর্বশেষ গত বছর ‘ক্রু’ সিনেমায় কারিনা কাপুর এবং টাবুর সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0