স্পোর্টস ডেস্ক
ঢাকা: বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের মেডিকেল রিপোর্ট নিয়ে নতুন আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। টের স্টেগেন লা লিগাকে তার মেডিকেল তথ্য সরবরাহ না করায় বার্সেলোনা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার চিন্তা করছে। অন্যদিকে, জার্মান গোলরক্ষক টের স্টেগেনও তার অবস্থানে অনড় রয়েছেন।
ইএসপিএন সূত্রের বরাত দিয়ে জানায়, টের স্টেগেন ক্লাবের পক্ষ থেকে পাঠানো মেডিকেল রিপোর্টে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে বার্সেলোনাকে একটি ফ্যাক্স পাঠিয়েছেন। এর ফলে ক্লাবের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে।
৩৩ বছর বয়সী টের স্টেগেন ২৯ জুলাই কোমরের চোটে অস্ত্রোপচার করেন। লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় চার মাস বা তার বেশি সময়ের জন্য মাঠের বাইরে থাকলে ক্লাব তার বেতনের ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারে। সেই অর্থ দিয়ে নতুন খেলোয়াড় রেজিস্টার করা যায়। তবে এজন্য খেলোয়াড়ের মেডিকেল রিপোর্ট লা লিগাকে জমা দিতে হয়। কিন্তু টের স্টেগেন এই রিপোর্টে সম্মতি না দেয়ায় সমস্যায় পড়েছে বার্সেলোনা।
তবে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর ডেকো এশিয়া সফর শেষে টের স্টেগেনের সঙ্গে আলোচনার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার আগেই গোলরক্ষক মেডিকেল রিপোর্ট শেয়ার না করার সিদ্ধান্ত নেন যা বার্সেলোনার জন্য একটি বড় চমক ছিল।
টের স্টেগেন তার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, তিনি আগামী তিন মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী। কিন্তু বার্সেলোনার ধারণা তার চোট কাটিয়ে ফিরতে অন্তত চার মাস সময় লাগবে। যদি এই সময়সীমা ছাড়িয়ে যায়, তবে লা লিগার ইনজুরি রুল কার্যকর হবে এবং ক্লাবটি নতুন গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করতে পারবে।
স্পেনের কিছু সংবাদমাধ্যমের দাবি, বার্সেলোনা ইতোমধ্যে টের স্টেগেনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে। ক্লাবটি একাধিক আইনি পদক্ষেপ এবং জরিমানার বিষয়ও বিবেচনা করছে।
টের স্টেগেনের সাম্প্রতিক অস্ত্রোপচার বার্সেলোনার জন্য একটি বড় ধাক্কা কেননা গ্রীষ্মে তাকে বিক্রি করার পরিকল্পনা ছিল। টের স্টেগেনের বিকল্প হিসেবে ইতোমধ্যেই ক্লাবটি এসপানিওল থেকে গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে দলে নিয়েছে এবং অভিজ্ঞ গোলরক্ষক ওজিচ শেজনির সঙ্গে চুক্তি নবায়ন করেছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0