স্পোর্টস ডেস্ক
ঢাকা: ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই টুর্নামেন্টের লোগোটিও তাই ক্রিকেটপ্রেমীদের কাছে অনেকটা আবেগের নাম।
আর সেই আইকনিক লোগোটি এসেছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার একটি শট থেকে! এমন চমকপ্রদ তথ্যই সামনে এনেছে আইপিএলের অফিসিয়াল ফেসবুক পেজ।
গতকাল আইপিএলের একটি পেজ থেকে জানানো হয়, ‘জানেন কি? আইপিএলের আইকনিক লোগোটি নাকি অনুপ্রাণিত হয়েছে মাশরাফি মর্তুজার ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা এক শট থেকে! তার ব্যাট চালানোর পরের ফলো-থ্রু, মাথার ওপর উঁচিয়ে ধরা ব্যাট, শরীরের বাঁকানো ভঙ্গি; সবকিছুই হুবহু মিলে যায় আইপিএলের ব্যাটসম্যান সিলুয়েট লোগোর সঙ্গে। যেন সময় থেমে গিয়ে জন্ম দিয়েছে কোটি টাকার এক ব্র্যান্ড চিহ্নের!’
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন মাশরাফি। মূলত বোলার হিসেবেই পরিচিত এই ‘নড়াইল এক্সপ্রেস’ সেদিন ব্যাট হাতে এক অনন্য মুহূর্ত সৃষ্টি করেছিলেন। যে মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ার পর রয়ে গেছে বহুদিনের আলোচনায়। তবে সেটিই যে পরবর্তীতে আইপিএলের লোগোর আদলে রূপ নেবে, এমনটা হয়তো ভাবেননি কেউই।
যদিও আনুষ্ঠানিকভাবে আইপিএল কর্তৃপক্ষ এর আগে কখনো মাশরাফির সেই শটের কথা স্বীকার করেনি, তবে এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এখন চলছে তুমুল আলোচনা। অনেকেই বলছেন, একজন বোলার হয়েও মাশরাফি এমন এক ব্যাটিং ভঙ্গিতে নিজেকে তুলে ধরেছিলেন, যা আজও ক্রিকেটবিশ্বে জায়গা করে নিয়েছে এক অনন্য কীর্তি হিসেবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে পোস্টটি। অনেক বাংলাদেশি ক্রিকেটভক্তই গর্বিত এই তথ্য জেনে, আবার অনেকে পুরোনো সেই শটের ভিডিও ও ছবিও শেয়ার করছেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0