স্পোর্টস ডেস্ক
ঢাকা: দুই তারকা স্ট্রাইকার লিভারপুল ছাড়বেন বলে গুঞ্জন ছিল গত মৌসুম শেষ হওয়ার পর থেকেই। কিছুদিন আগে সেটিকে বাস্তবতায় রূপ দিয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। বাকি ছিলেন উরুগুইয়ান ফরোয়ার্ড দারউইন নুনিয়েজ। এবার তিনি নাম লেখালেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। প্রায় ৭৫১ কোটি টাকার (সবমিলিয়ে ৬২ মিলিয়ন ডলার) বেশি মূল্যে নুনিয়েজ ইউরোপ ছেড়ে গেলেন।
দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইটে লিখেছেন, আল হিলালে দারউইন নুনিয়েজের যোগদান নিয়ে মৌখিক চুক্তিতে সম্মতি দিয়েছে প্রতিটি পক্ষ। অ্যাড-অনসহ ৩ বছরের চুক্তিতে তার মূল্য ৫৩ মিলিয়ন ইউরো (৬২ মিলিয়ন ডলার)। নুনিয়েজ হ্যাঁ বলে দিয়েছেন এবং (আল হিলাল কোচ সিমোন) ইনজাঘি তাকেই চান। এরপরই মেডিক্যাল টেস্ট।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া আরেকটি পোস্টে রোমানো লিভারপুলের বিকল্প তারকা সম্পর্কেও আপডেট জানিয়েছেন। তিনি লিখেছেন, আল হিলাল নুনিয়েজকে নেওয়ার ব্যাপারে লিভারপুলের সঙ্গে চুক্তিতে পৌঁঁছেছে। আর অলরেডরা দৌড় অব্যাহত রেখেছে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে নেওয়ার লক্ষ্যে। বলা হচ্ছে– লিভারপুল ব্রিটিশ রেকর্ড ভেঙে ২০০ মিলিয়ন ডলারে তাকে নিতে চায়। যে ফান্ড তাদের হাতে আসবে উরুগুয়ে স্ট্রাইকার (নুনিয়েজ) পুরোপুরি ক্লাব ছেড়ে যাওয়ার পর।
২০২২ সালে ৭৬ মিলিয়ন ডলারে লিভারপুলে যোগ দেন নুনিয়েজ। এখন সেই অর্থ তুলে আনতে প্রস্তুত অলরেডরা। অ্যানফিল্ডের ক্লাবটিতে সাম্প্রতিক সময়ে ফর্ম নিয়ে ভুগছিলেন উরুগুইয়ান তারকা। বেনফিকা থেকে যোগ দেওয়ার পর নুনিয়েজ সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৩ ম্যাচে ৪০ গোল করেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ৯৫ ম্যাচে এই ফরোয়ার্ডের গোল ২৫টি।
ইসাকের জন্য লিভারপুলের প্রস্তুতির কথা শোনা যাচ্ছে বেশ আগে থেকে। এমনকি মাঝে সেই আলোচনা থেমে গেলেও, নিউক্যাসলে ২৫ বছর বয়সী এই সুইডিশ স্ট্রাইকার সম্প্রতি একা অনুশীলন করছেন বলে খবর দিয়েছে ইউরোপীয় গণমাধ্যম। যা তার অলরেড ক্লাবে যোগদানের গুঞ্জনে নতুন হাওয়া দিয়েছে। সেই হাওয়া জোরালো হচ্ছে নুনিয়েজের লিভারপুল ছাড়ার খবরে। এ ছাড়া ইসাকের বিকল্প ভাবনায় ইংলিশ চ্যাম্পিয়নদের নজরে আছেন চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজির ২২ বছরের ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0