স্পোর্টস ডেস্ক
ঢাকা: ১২ আগস্ট জাতীয় স্টেডিয়ামে ঢাকা আবাহনীর এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ। সেই ম্যাচের প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেড। বাংলাদেশে অ্যাওয়ে ম্যাচ খেলতে ক্লাবটি চাটার্ড ফ্লাইটে ম্যাচের আগের দিন ঢাকায় আসবে। বাণিজ্যিক ফ্লাইটে সাধারণ যাত্রীরা থাকেন। চার্টার্ড ফ্লাইটে শুধু নিদিষ্ট ব্যক্তি/দলকে পুরো বিমান বহন করে। যা স্বাভাবিকের চেয়ে ব্যয়বহুল।
আন্তর্জাতিক টুর্নামেন্ট বা ম্যাচে সফরকারী দলকে ৪৮ ঘন্টা আগে পৌঁছাতে হয়। কিরগিজস্তানের ক্লাব ঢাকায় আসছে এক দিন আগে। ১১ আগস্ট সকাল এগারোটার দিকে তারা ঢাকায় পৌঁছাবে। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সমর্থক, পৃষ্ঠপোষক মিলিয়ে প্রায় ৭০ জনের বহর আসছে। ১২ আগস্ট ম্যাচ খেলে আবার পরের দিন চাটার্ড ফ্লাইটেই ঢাকা ত্যাগ করবে। আবাহনী ক্লাব ও ফেডারেশন উভয় পক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু প্রতিপক্ষ দলের আগমন ও অনুশীলন পরিকল্পনা নিয়ে বলেন, 'তারা ম্যাচের এক দিন আগেই আসছে। ১১ আগস্ট বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে। এর আগে ফেডারেশন ভবনে ম্যাচ কমিশনার মিটিং, সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।'
এএফসি চ্যালেঞ্জ লিগে খেলছে বাংলাদেশের আরেক ক্লাব বসুন্ধরা কিংসও। তাদের প্রতিপক্ষ সিরিয়ার ক্লাব আল-কারমাহ। র্যাংকিংয়ে সিরিয়ার ক্লাব এগিয়ে থাকায় হোম ম্যাচ খেলার সুবিধা পাচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া কাতারের দোহায় হোম ম্যাচ আয়োজন করছে। ১২ আগস্টের অ্যাওয়ে ম্যাচ খেলতে আগামীকাল সকালে দোহার উদ্দেশ্যে রওনা হবে কিংস।
কিংসের নতুন বিদেশি কোচ ও বিদেশি ফুটবলাররা সরাসরি দোহায় পৌঁছাবেন। সান্ডারল্যান্ড থেকে কিংসে আসা বাংলাদেশি প্রবাসী ফুটবলার কিউবা মিচেলও দোহায় আসছেন। আগামীকাল এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে দেশ ছাড়লেও ক্লাবটি কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেনি। ক্লাবের স্থানীয় কোচ, কর্মকর্তারা যেন সাংবাদিকদের খানিটকা এড়িয়েই চলছেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0