রবিবার, ১০ আগস্ট ২০২৫

মেসি আমার চিন্তাভাবনা বদলে দিয়েছে: সন

সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি—এমনটাই জানালেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: টটেনহ্যামে টানা দশ বছর কাটিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নতুন যাত্রা শুরু করেছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং-মিন। সদ্য যোগ দিয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসিতে।

আর এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি—এমনটাই জানালেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ক্লাবে যোগ দেওয়ার পর এক সাক্ষাৎকারে সন বলেন, ‘আমরা ভাগ্যবান যে মেসি আমাদের প্রজন্মের খেলোয়াড়। ওকে খেলতে দেখা, এত গোল করতে দেখা, আর ও যে এমএলএস-এ এসেছে এটা অনেক ফুটবলারের ওপর প্রভাব ফেলেছে। মেসি আমার চিন্তাভাবনা বদলে দিয়েছে। আমরা সবাই ভাগ্যবান ওকে দেখতে পারি, আর আমি আরও ভাগ্যবান যে এখন ওর সঙ্গে একই মাঠে নামতে পারব। ’

মেসির জেদ, শিরোপা জেতার ক্ষুধা এবং বিশেষ করে ২০২২ বিশ্বকাপ জয় সনের চোখে মেসির মর্যাদা আরও উঁচুতে তুলেছে। সনের ভাষায়, ‘ক্লাব এবং দেশের হয়ে মেসি যা করেছে, তা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। ’

দশ বছরের টটেনহ্যাম অধ্যায় শেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখলেন দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড সন। লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব (এলএএফসি)-এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন ৩৩ বছর বয়সী এ তারকা।

দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের অধিনায়ক সন গত মঙ্গলবার নিজ দেশ সফররত টটেনহ্যাম স্কোয়াড থেকে আলাদা হয়ে উড়ে যান লস অ্যাঞ্জেলেসে। সেদিন রাতে তিনি উপস্থিত ছিলেন এলএএফসি বনাম টাইগ্রেস ম্যাচে, গ্যালারিতে বসেই দেখেছেন নতুন দলের খেলা। মাঠের স্ক্রিনে তাকে দেখানো হলে উল্লাসে ফেটে পড়ে দর্শক।

এলএএফসি বুধবার সনকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়। জানা গেছে, ট্রান্সফার ফি হিসেবে ক্লাবটি ২০ মিলিয়ন ডলারের বেশি দিয়েছে, যা এমএলএস ইতিহাসে সর্বোচ্চ।

টটেনহ্যামের হয়ে সন খেলেছেন ৪৫৪টি ম্যাচ, গোল করেছেন ১৭৩টি। চলতি বছরের মে মাসে ক্লাবকে ইউরোপা লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0