স্পোর্টস ডেস্ক
ঢাকা: চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে বাংলাদেশ নারী দলও অংশ নেবে। ইতোমধ্যে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচগুলো ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
এদিকে, আলোচনায় বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি। এই নারী আম্পায়ারকে প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচেও আম্পায়ারিং করতে দেখা যেতে পারে। যদিও বিষয়টি নিয়ে আইসিসি থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রকাশিত হয়নি আম্পায়ার বা ম্যাচ রেফারিদের তালিকা। তবে যতদূর জানা গেছে, এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যাবে জেসিকে!
বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু অবশ্য জেসিকে নিয়ে আশাবাদী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘জেসি অনেকদিন ধরে ভালো করছে। সব জায়গায় সে আম্পায়ারিং করছে, প্রমাণও করেছে নিজেকে। তাকে নিয়ে কিন্তু কোনো ভুলের অভিযোগ নেই। সুতরাং আমি আশাবাদী তাকে বিশ্বকাপে দেখা যাওয়া নিয়ে।’
অন্যদিকে, বাংলাদেশ নারী দল প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। তবে মাঝের এই সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0