রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

টরন্টো চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ‘শেকড়’

জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেও, সেই শেকড়ের সন্ধানে ফিরে আসা এবং ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে পুনরায় যোগাযোগের এক আবেগঘন চেষ্টার কাহিনীই এই সিনেমার মূল উপজীব্য।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: অভিবাসন, আত্ম-পরিচয়ের সংকট এবং শেকড়ের টানে ফিরে আসার এক চিরন্তন গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘শেকড় - The Roots’। ছবিটি এবার আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শিত হতে চলেছে। আগামী ১৮ অক্টোবর, কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব ‘ইফসা টরন্টো’ (IFFSA Toronto)-তে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

অভিবাসী লেখক সানাউল মোস্তফার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন প্রসূন রহমান।

‘শেকড়’ চলচ্চিত্রে উঠে এসেছে মানুষ ও মাটির চিরন্তন সম্পর্কের গল্প। জন্মভূমি থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেও, সেই শেকড়ের সন্ধানে ফিরে আসা এবং ফেলে আসা প্রিয় মানুষদের সঙ্গে পুনরায় যোগাযোগের এক আবেগঘন চেষ্টার কাহিনীই এই সিনেমার মূল উপজীব্য।

ইমেশন ক্রিয়েটরের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন এফএস নাইম, আইশা খান, দিলারা জামান, সমু চৌধূরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, ফাতেমাতুজ জোহরা ইভা এবং শিশু শিল্পী মুনতাহা এমিলিয়া সহ আরো অনেকে। 

চলচ্চিত্রটির চিত্রায়ন হয়েছে, ঢাকা, গাজীপুর, রাজশাহী এবং কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে। ছবিটির চিত্রগ্রহনে ছিলেন- সাহিল রনি, শিল্প নির্দেশনায় ছিলেন- তারেক বাবলু,সম্পাদনা করেছেন- মাহফুজুল হক আশিক এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন রোকন ইমন। 

নির্মাতা সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর, আগামী ঈদে ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত বৃহত্তম এই উৎসবে ‘শেকড়’-এর এই ওয়ার্ল্ড প্রিমিয়ার, নিঃসন্দেহে বাংলাদেশি সিনেমার জন্য এক বিরাট গর্বের এবং সম্মানের বিষয়।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0