বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা এখন থেকে সে দেশের স্থানীয় শ্রমিকদের মতোই সমান সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি এ সফরকে ‘ল্যান্ডমার্ক ট্যুর’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন শফিকুল আলম।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সফর ঘিরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়েছে। মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের অনেকের ইংরেজিতে সমস্যা এবং মালয় ভাষা রপ্ত করতে পারেন না। ফলে মালয়েশিয়াপ্রবাসীদের জন্য বাংলা ভাষায় অভিযোগ করার সুযোগের ব্যবস্থা করা হচ্ছে।’
প্রেস সচিব আরও জানান, বর্তমানে মালয়েশিয়ায় ১০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের যেন পড়াশোনা শেষে সে দেশের বিভিন্ন কোম্পানিতে চাকরির সুযোগ মেলে, এ বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে।
এছাড়া শফিকুল আলম জানান, দেশে নজরদারির যন্ত্রপাতি কেনা ও ব্যবহারের বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। কমিটি খতিয়ে দেখবে এসব যন্ত্রপাতি কিভাবে, কোথা থেকে, কত দামে কেনা হয়েছে এবং এর ব্যবহার কীভাবে হয়েছে।
তিনি আরও বলেন, আমরা খুব দ্রুত মালয়েশিয়ার সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট করবো। মালয়েশিয়া থেকে আমরা ৩ বিলিয়ন ডলারের মতো খাদ্য ও অন্যান্য পণ্য আমদানি করি। আমাদের মধ্যে যাতে বাণিজ্য আরও ত্বরান্বিত হয়, এফটিএ নিয়ে আলোচনা খুব দ্রুত করবো। ইতোমধ্যে আমাদের সঙ্গে জাপান, সিঙ্গাপুরের সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা হচ্ছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0