বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারের জন্য গঠিত কমিশনের সুপারিশগুলোকে দ্রুত আইনি রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এসব প্রস্তাবনা আগামী এক থেকে দুই মাসের মধ্যেই আইন আকারে প্রণীত হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল। তিনি বলেন, “দুদক সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবনাগুলো আগামী এক থেকে দুই মাসের মধ্যে আইনে রূপান্তর করা হবে।”
এ সময় তিনি জানান, এ বিষয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0