সোমবার, ২০ অক্টোবর ২০২৫

‘অবমাননাকর’ ৫% ভাতা প্রত্যাখ্যান, আজ থেকে আমরণ অনশনে শিক্ষকরা

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হলে, শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। এরই পরিপ্রেক্ষিতে, রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় একটি নতুন প্রজ্ঞাপনে জানায়, বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা করা হবে। কিন্তু শিক্ষকরা এই সিদ্ধান্তকেও প্রত্যাখ্যান করেন।

ছবি-সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম দুই হাজার টাকা) হারে বাড়িভাড়া নির্ধারণের সরকারি সিদ্ধান্তকে ‘অপর্যাপ্ত ও অবমাননাকর’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষকরা। দাবি আদায় না হওয়ায়, তাঁরা আজ (সোমবার, ২০ অক্টোবর) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে, সারাদেশের সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হলে, শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। এরই পরিপ্রেক্ষিতে, রবিবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় একটি নতুন প্রজ্ঞাপনে জানায়, বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা করা হবে। কিন্তু শিক্ষকরা এই সিদ্ধান্তকেও প্রত্যাখ্যান করেন।

রবিবার বিকেলে, শিক্ষকরা শহীদ মিনার থেকে ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করলে, হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন। পরে, তাঁরা শহীদ মিনারে ফিরে এসে সেখানেই অবস্থান নেন।

সন্ধ্যায়, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী আমরণ অনশনের ঘোষণা দিয়ে বলেন, “আমরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের আহ্বান প্রত্যাখ্যান করছি। তার প্রতি কোনো আস্থা নেই। এখন আমরা প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে আছি।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন বা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার ঘোষণা না হবে, আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না।”

দাবি ও রাজনৈতিক সমর্থন: শিক্ষকদের মূল দাবিগুলো হলো— মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করা। তাঁদের এই আন্দোলনে গতকাল সংহতি জানিয়েছেন ডাকসু ভিপি সাদেক কায়েম এবং তাঁদের একটি প্রতিনিধিদল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর থেকে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে অবস্থান শুরু করেন। পরে পুলিশের বাধার মুখে শহীদ মিনারে অবস্থান নেন এবং ১৪ অক্টোবর থেকে দেশব্যাপী লাগাতার কর্মবিরতি পালন করে আসছেন।

বাংলাফ্লো/এফআইআর

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0