বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

নেত্রকোনা শহরে পুরাতন ভবন ধসে তিন শ্রমিকের মৃত্যু

এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

নেত্রকোনা: নেত্রকোনা জেলা শহরের নাগড়া এলাকায় জেলা সেচ কার্যালয়ের পুরাতন একটি ভবন ভাঙার সময় ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। এ দুর্ঘটনা আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল আনুমানিক ৫টার দিকে ঘটে।

মৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের পলাশাটি গ্রামের ছাদেক মিয়ার ছেলে মো. দিপু মিয়া (৪০), মৌগাতী ইউনিয়নের হাটখোলা বাজার এলাকার হলুদআটি গ্রামের শামছু উদ্দীনের ছেলে মো. হান্নান মিয়া (৪০), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের ছালাম (৪০)।

নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপপরিচালক মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে নেত্রকোনা জেলার বিএডিসি ফার্মের পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে তিন জন মারা গেছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য দুজন নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, মৃতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0