বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট, গ্রেফতারি পরোয়ানা জারি

এর আগে ২০২৫ সালের ২৭ মার্চ একই অভিযোগে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও ষড়যন্ত্রের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত চার্জশিট গ্রহণ করেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালত আগামী ১১ সেপ্টেম্বর গ্রেফতার তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন।

এর আগে একই দিন মামলার চার্জশিট দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক। চার্জশিটে দণ্ডবিধির ১২১, ১২১(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ অনেকে অংশ নেন। এ সময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। পরে এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে ২০২৫ সালের ২৭ মার্চ একই অভিযোগে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। পরবর্তীতে সিআরপিসির ১৯৬ ধারায় অনুমতি নিয়ে তদন্ত শেষে আসামির সংখ্যা বাড়িয়ে ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0