বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

আমেরিকার ফ্যান্টাস্টিক উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘লোক’

২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে অনুষ্ঠিত হয়ে আসা ফ্যান্টাস্টিক ফেস্ট ভৌতিক, কল্পবিজ্ঞান এবং ফ্যান্টাসি ঘরানার ছবির জন্য বিশ্বের সবচেয়ে বড় আয়োজন হিসেবে পরিচিত।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: এক বছর আগে একদল তরুণ চাকরিজীবী নিতান্তই শখের বশে, বন্ধু-বান্ধবদের নিয়ে ছোট ছোট গল্প বানানোর স্বপ্ন দেখেছিল। নিজেদের নাম দিয়েছিল ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স’। সেই দলেরই বানানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লোক’ এবার নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ফ্যান্টাস্টিক ফেস্ট ২০২৫’-এর মূল প্রতিযোগিতা বিভাগে।

২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে অনুষ্ঠিত হয়ে আসা ফ্যান্টাস্টিক ফেস্ট ভৌতিক, কল্পবিজ্ঞান এবং ফ্যান্টাসি ঘরানার ছবির জন্য বিশ্বের সবচেয়ে বড় আয়োজন হিসেবে পরিচিত। সেখানেই ‘ফ্যান্টাস্টিক শর্টস’ বিভাগে বাংলাদেশের ‘লোক’ চলচ্চিত্রটি জায়গা করে নিয়েছে, যা দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক বিরাট সাফল্য এবং গর্বের বিষয়।

‘লোক’ মূলত একটি রূপকধর্মী গল্প, যেখানে ভৌতিক আবহ এবং লোককথার এক অনন্য মিশ্রণ ঘটানো হয়েছে। পরিচালক মাহমুদা সুলতানা রীমা বলেন, “আমরা চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক জগৎ তৈরি করতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে।”

ছবিটির অভিনেত্রী তানজিনা রহমান তাসনিম বলেন, “তখন ভাবিনি দেশের বাইরে এই কাজ এমন সমাদর পাবে। এটা পুরো টিমের জন্য আনন্দ আর গর্বের।”

‘লোক’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজুসহ অনেকে। সাভারে ধারণ করা এই স্বল্পদৈর্ঘ্যটির চিত্রনাট্য লিখেছেন শেখ কোরাশানী এবং নির্বাহী প্রযোজক ও সম্পাদক হিসেবে ছিলেন কনক খন্দকার।

আগামী ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ফ্যান্টাস্টিক ফেস্টের ২০তম আসর। সেখানে বিশ্বের নামকরা সব সিনেমার সঙ্গে বাংলাদেশের ‘লোক’-এর এই অন্তর্ভুক্তি, দেশের তরুণ নির্মাতাদের স্বপ্নকে এক নতুন দিগন্ত দিল।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0