এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক এবং গর্বের মুহূর্ত। চেক প্রজাতন্ত্রের সম্মানজনক কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার জিতেছে নির্মাতা মেহেদী হাসানের সিনেমা ‘বালুর নগরীতে’ (আন্তর্জাতিক অঙ্গনে ‘স্যান্ড সিটি’)। উৎসবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ ‘প্রক্সিমা’-তে সেরা সিনেমা হিসেবে গতকাল শনিবার (১২ জুলাই) রাতে এই পুরস্কার ঘোষণা করা হয়। এই পুরস্কারের অর্থমূল্য ১৫ হাজার ডলার।
যে গল্পে মুগ্ধ বিশ্ব: ‘বালুর নগরীতে’ সিনেমার গল্পটি মূলত নগরের বালুকে কেন্দ্র করে গড়ে ওঠা দুটি ভিন্ন মানুষের অদ্ভুত ও রহস্যময় যাত্রাকে নিয়ে। সিনেমার একটি গল্পে দেখা যায়, এমা (ভিক্টোরিয়া চাকমা) নামের এক তরুণী তার বিড়ালের লিটারের জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে স্কুটারে করে বালু সংগ্রহ করে। একদিন বালু সংগ্রহ করতে গিয়ে সে একটি বিচ্ছিন্ন আঙুল খুঁজে পায়, যা গল্পে এক নাটকীয় মোড় নিয়ে আসে।
অন্য গল্পে, হাসান (মোস্তফা মন্ওয়ার) নামের এক যুবক বালুর প্ল্যান্টে কাজ করে এবং বাড়িতে কাচ তৈরির স্বপ্ন দেখে। তার এই স্বপ্ন শেষ পর্যন্ত তাকে এক ধ্বংসাত্মক এবং উদ্ভট পরিকল্পনার দিকে নিয়ে যায়। এই দুটি ভিন্নধর্মী এবং মানবিক গল্পই ‘বালুর নগরীতে’ সিনেমাটিকে আন্তর্জাতিক এই স্বীকৃতি এনে দিয়েছে।
নির্মাতার দীর্ঘ পথচলার স্বীকৃতি: এই সিনেমার পরিচালক মেহেদী হাসান এর আগেও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। এটি তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলেও, তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আই অ্যাম টাইম’, ‘ডেথ অব আ রিডার’ এবং ‘দ্য বোরিং ফিল্ম’ লোকার্নোর মতো বড় উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছিল। তাঁর এই ধারাবাহিক সাফল্যই প্রমাণ করে, তিনি দেশের অন্যতম সম্ভাবনাময় একজন নির্মাতা।
শুভেচ্ছার বন্যা ও আন্তর্জাতিক পরিবেশনা: এই বিরাট অর্জনে ‘বালুর নগরীতে’ সিনেমার পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, সৈয়দ আহমেদ শাওকীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। শুধু পুরস্কার জয়ই নয়, সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ব্যাংককভিত্তিক চলচ্চিত্র পরিবেশনা সংস্থা ‘ডাইভারশন’, যারা এখন আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি বিক্রি করবে। এই বিরাট সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশের চলচ্চিত্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0