স্পোর্টস ডেস্ক
ঢাকা: সামিউন বাসিরের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। দাপুটে বোলিংয়ে প্রথম ইনিংসেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ম্যাচ জয়ের ভিত গড়েছিল। সানজিদ মজুমদারের ৪ শিকারে প্রোটিয়ারা মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায়। লক্ষ্য তাড়ায় ২০.৩ ওভার ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় যুব টাইগাররা।
জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিক দলসহ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার যুবারা ত্রিদেশীয় সিরিজ খেলছে। প্রতিটি দল পরস্পর মুখোমুখি হচ্ছে তিনবার করে। আজ (বুধবার) হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। তাদের পক্ষে ব্যান্ডাইল এমবাথা সর্বোচ্চ ৩৯ ও পল জেমস ৩৩ রান করেন।
ব্যাটিংয়ের শুরু থেকেই নড়বড়ে ছিল দক্ষিণ আফ্রিকা। ২১ রানে প্রথম উইকেট পতনের পর থেকেই তাদের আসা-যাওয়ার মিছিল শুরু হয়। দলীয় একশ রানের আগেই ৬ উইকেট হারিয়ে বড় পুঁজি নিয়ে শঙ্কায় পড়ে প্রোটিয়া যুবারা। সবমিলিয়ে কেবল চার ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এমবাথা ও জেমস ছাড়া ভিহান প্রিটোরিয়াস ১৮ ও আদনান লাগাদিয়েন করেন ১৬ রান।
বোলাররাই বাংলাদেশ দলের কাজটা সহজ করে দিয়েছেন। সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন সানজিদ মজুমদার। এ ছাড়া আল ফাহাদ ও সামিউন বাসির ২টি করে এবং ইকবাল হোসেন ইমন ও রিজান হোসেন একটি করে উইকেট নিয়েছেন। তাদের বোলিং তোপে প্রোটিয়ারা ৩৭.২ ওভারেই গুটিয়ে যায় ১৪৭ রানে।
লক্ষ্য তাড়ায় শুরুতেই জাওয়াদ আবরারকে (৩) হারায় বাংলাদেশ। এরপর অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৭), রিজান হোসেন (১) ও কালাম সিদ্দিকীও (৬) পুরোদমে ব্যর্থ হয়েছেন। একপ্রান্ত আগলে রেখে ব্যক্তিগত অর্ধশতকের পথে ছিলেন ওপেনার রিফাত বেগ। কিন্তু ৪৭ বলে ৫ চার ও এক ছক্কায় ৪৩ রান করে তিনি আউট হয়ে যান। ৬৮ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশও বিপর্যয়ে পড়ে। তবে ৮০ রানের জুটি গড়ে বাকি সময় আর ভাবনায় ফেলতে দেননি সামিউন বাসির ও মোহাম্মদ আব্দুল্লাহ।
বল হাতে ২ উইকেট নেওয়া সামিউন ৩৬ বলে ৬ চার ও তিন ছক্কায় ৫২ এবং আব্দুল্লাহ ২০ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন। বিপরীতে আফ্রিকার পক্ষে ৪ উইকেট শিকার করেন বায়ান্দা মাজোলা।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0